News71.com
 International
 14 Oct 19, 11:35 AM
 97           
 0
 14 Oct 19, 11:35 AM

ব্রাজিলের বিপক্ষে প্রীতি ম্যাচ দিয়ে ফুটবলে ফিরছেন মেসি॥

ব্রাজিলের বিপক্ষে প্রীতি ম্যাচ দিয়ে ফুটবলে ফিরছেন মেসি॥

স্পোর্টস ডেস্কঃ লিওনেল মেসি আগামী মাসে ব্রাজিলের বিপক্ষে প্রীতি ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ফুটবলে ফিরছেন। পরের ম্যাচেই ঢাকার মাঠে প্যারাগুয়ের মুখোমুখি হবার কথা দলটির। আর্জেন্টাইন কোচও জানিয়েছেন, নভেম্বরের সবগুলো ম্যাচ খেলবেন মেসি। এর আগে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় জানিয়েছিল, পূর্ণশক্তির দল পাবার নিশ্চয়তা পেলে তবেই লাতিন দল দুটিকে দেশে আনার তোড়জোড় শুরু করবে তারা। তাহলে কি সফরটা ১৮ নভেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা। এরপর বাফুফের সঙ্গে বৈঠক শেষে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল জানিয়েছিলেন, ম্যাচটি ঢাকায় হওয়া নিয়ে এজেন্টদের কাছে বাংলাদেশের প্রধান শর্ত হচ্ছে, লিওনেল মেসিসহ পূর্ণশক্তির আর্জেন্টিনাকে পাবার নিশ্চয়তা। খোদ আর্জেন্টিনা কোচের কাছ থেকে মেসি জাতীয় দলে থাকার নিশ্চয়তা পাবার পর দলটির বাংলাদেশে আসার ব্যাপারে সব ধোঁয়াশা কেটে যাওয়াটাই ছিল স্বাভাবিক। কিন্তু বাফুফে এখনো ব্যাপারটাকে দেখছে ৫০/৫০ সম্ভাবনাতেই। চূড়ান্ত হয়েই গেল? লিওনেল মেসি ও সার্জিও আগুয়েরোদের খেলার নিশ্চয়তা পাবার পরেও খেলাটি ঢাকায় হবার ৫০/৫০ সম্ভাবনা দেখছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ।


গেল কোপা আমেরিকার সেমিফাইনাল ও তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে রেফারির সিদ্ধান্তের সমালোচনা করেন মেসি। দক্ষিণ আমেরিকান ফুটবলের সর্বোচ্চ সংস্থা কনমেবলকে তো ‘দুর্নীতিগ্রস্ত’ই বলে বসেন আর্জেন্টিনা অধিনায়ক! এমন মন্তব্যের জেরে তিন মাসের জন্যে নিষিদ্ধ হন ছয় বারের ফিফা বর্ষসেরা এই তারকা। তিন মাসের সে নিষেধাজ্ঞা কাটিয়ে আগামী নভেম্বরে ব্রাজিলের বিপক্ষে প্রীতি ম্যাচ দিয়ে জাতীয় দলে ফিরবেন আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি, জানিয়েছেন দলটির কোচ লিওনেল স্ক্যালোনি। গতকাল রবিবার আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ইকুয়েডরের মুখোমুখি হবার আগে আর্জেন্টিনা কোচ সাংবাদিকদের জানান, আগামী মাসে ব্রাজিলের বিপক্ষে খেলবেন তার আরেক সতীর্থ সার্জিও আগুয়েরোও। গত ৮ সেপ্টেম্বর প্যারাগুয়ে ফুটবলের টুইটার অ্যাকাউন্ট থেকে জানানো হয়, আর্জেন্টিনার বিপক্ষে ঢাকার মাটিতে খেলবে দলটি। প্যারাগুয়ের দেওয়া তথ্য অনুযায়ী ম্যাচটি বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন