News71.com
 International
 13 Oct 19, 12:05 PM
 126           
 0
 13 Oct 19, 12:05 PM

দিল্লিতে ছিনতাইকারীর কবলে মোদির ভাতিজি॥

দিল্লিতে ছিনতাইকারীর কবলে মোদির ভাতিজি॥

আন্তর্জাতিকঃ দিল্লিতে ছিনতাইবাজদের দৌরাত্মের খবর বেশ কয়েকদিন ধরেই সামনে আসছে। এবার তাদের কবলে পড়লেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভাতিজি দময়ন্তী বেন মোদি। ঘটনাটি ঘটেছে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বাড়ির অদূরে গুজরাটি সমাজ ভবনের গেটে। শনিবার সকালে ব্যক্তিগত কাজে অমৃতসর থেকে নয়াদিল্লি এসেছিলেন দময়ন্তী। রাজধানীর সিভিল লাইন এলাকার গুজরাটি সমাজ ভবনে তিনি একটি ঘর আগে থেকেই বুক করেছিলেন। সেই আবাস্থলে ঢোকার মুখেই তার ওপর ঝাঁপিয়ে পড়ে ছিনতাইকারিরা। তড়িঘড়ি করে সিভিল লাইন এলাকার থানায় ছিনতাইয়ের অভিযোগ জানান দময়ন্তী। 

 

পুলিশকে তিনি জানিয়েছেন, বাইকে চড়ে এসেছিল দুই দুষ্কৃতকারী। মুখ কাপড়ে ঢাকা ছিল। আচমকাই তারা টান দেয় দময়ন্তীর হাতে রাখা দুটি মোবাইল এবং টাকার ব্যাগ। কিছু বুঝে ওঠার আগেই ব্যাগ আর মোবাইল নিয়ে চলে যায় তারা। ব্যাগে ৫৬ হাজার টাকা এবং বহু গুরুত্বপূর্ণ কাগজপত্র ছিল বলে দময়ন্তী জানিয়েছেন। পুলিশ দময়ন্তীকে তদন্তের আশ্বাস দিয়েছে। সংবাদমাধ্যমকে দময়ন্তী জানান, এ দিন সন্ধ্যায়ই তার অন্যত্র যাওয়ার কথা। বিমানের টিকিটও কাটা রয়েছে। নিয়ে যাওয়া ব্যাগে ছিল তার পরিচয়পত্রও। ফলে চূড়ান্ত মুশকিলে পড়েছেন তিনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন