News71.com
 International
 12 Oct 19, 08:35 PM
 125           
 0
 12 Oct 19, 08:35 PM

আবারো পশ্চিমবঙ্গে এনআরসি করার হুঁশিয়ারি দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ॥

আবারো পশ্চিমবঙ্গে এনআরসি করার হুঁশিয়ারি দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ॥

আন্তর্জাতিক ডেস্কঃ ২০২৪ সালের মধ্যে ভারত থেকে সব অনুপ্রবেশকারীকে বের করে দেয়ার ঘোষণা দিয়েছে বিজেপি। দলটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, অমুসলিম অভিবাসীদের এ নিয়ে চিন্তিত হওয়ার কিছু নেই, তারা নাগরিকত্ব পাবেন। এনআরসি'র সমালোচকদের নিন্দাও করেন তিনি। এদিকে আসামের পর এবার কর্ণাটকে এনআরসি করতে বিধানসভার আগামী অধিবেশনে আলোচনা হবে। ভারতের আসামে নাগরিকত্ব নিয়ে সংকট এখনও কাটেনি। এর মধ্যেই দক্ষিণের রাজ্য কর্ণাটকে এনআরসি কার্যকর করতে তৎপর স্থানীয় বিজেপি সরকার। ইতোমধ্যে ইস্যুটি বিধানসভায় তোলা হবে বলে জানিয়েছেন বিজেপি নেতারা। রাজ্যটিতে বিপুল সংখ্যক অনুপ্রবেশকারী বাংলাভাষীর বাস বলে জানা গেছে।


আগামী জাতীয় নির্বাচনের আগেই ভারত থেকে সব অনুপ্রবেশকারীকে বিতাড়িত করার কাজ শেষ হবে বলে জানিয়েছেন বিজেপির সভাপতি ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। পশ্চিমবঙ্গে মমতা যতই বিরোধিতা করুক, রাজ্যটিতে এনআরসি করা হবে বলে ফের হুঁশিয়ারি দেন তিনি। অমিত শাহ বলেন, 'প্রথমে সিটিজেনশিপ অ্যামেনমেন্ট বিল পাস করা হবে। এরপর রাজ্যে রাজ্যে হবে এনআরসি। আমাদের অঙ্গীকার, হিন্দু, বৌদ্ধ, শিখ, জৈন, গোর্খাদের নাগরিকত্ব দেয়া। তারা শরণার্থী হলেও এ সুযোগ পাবেন।'

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন