News71.com
 International
 11 Oct 19, 07:53 PM
 100           
 0
 11 Oct 19, 07:53 PM

শান্তিতে নোবেল পেলেন ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবি আহমেদ আলী ।।

শান্তিতে নোবেল পেলেন ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবি আহমেদ আলী ।।

আন্তর্জাতিক ডেস্কঃ ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবি আহমেদ আলী শান্তিতে নোবেল পেয়েছেন৷ ইরিত্রিয়ার সঙ্গে শান্তি স্থাপনে চেষ্টার জন্য তিনি এই সম্মাননা পাচ্ছেন৷ ১৯৯৮ থেকে ২০০০ সাল পর্যন্ত দুই দেশের সীমান্তে যুদ্ধ হয়েছিল৷ এর পর তাদের মধ্যে বৈরী সম্পর্ক ছিল৷ প্রধানমন্ত্রী আবি আহমেদ আলীর উদ্যোগের কারণে ২০১৮ সালের জুলাই মাসে ইথিওপিয়া ও ইরিত্রিয়ার মধ্যে সম্পর্ক পুনস্থাপিত হয়৷ নোবেল কমিটি জানিয়েছে, প্রতিবেশী ইরিত্রিয়ার সঙ্গে নিজ দেশের দ্বন্দ্ব সমাধানে ভূমিকা রাখায় তাঁকে সম্মানজনক এ পুরস্কার দেওয়া হয়েছে।ইথিওপিয়ার প্রথম ব্যক্তি হিসেবে নোবেল পেলেন আহমেদ৷ ‘স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইন্সটিটিউট’ বা সিপ্রির পরিচালক ড্যান স্মিথ আহমেদের নোবেল পাওয়া প্রসঙ্গে বলেন, ‘‘২০১৮ সালে আন্তর্জাতিক রাজনীতির একটি অন্যতম গুরুত্বপূর্ণ ঘটনা ছিল ইথিওপিয়া ও ইরিত্রিয়ার শান্তি চুক্তিতে পৌঁছা৷’’

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন