News71.com
 International
 02 Oct 19, 10:39 AM
 116           
 0
 02 Oct 19, 10:39 AM

সৌদি সেনাদের প্রশিক্ষণ দেবে পাকিস্তান ।।

সৌদি সেনাদের প্রশিক্ষণ দেবে পাকিস্তান ।।

আন্তর্জাতিক ডেস্কঃ সৌদি আরবের রাজকীয় স্থলবাহিনীর (আরএসএলএফ) সেনাদের প্রশিক্ষণ ও সক্ষমতা বৃদ্ধির জন্য সব ধরনের সহায়তা প্রদান করতে যাচ্ছে এশিয়ার পরমাণু শক্তিধর রাষ্ট্র পাকিস্তান। আরএসএলএফ কমান্ডারের সাথে এক বিশেষ বৈঠকে পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল কামার বাজওয়া আগের সহায়তা প্রদানের এই প্রতিশ্রুতির পুনর্ব্যক্ত করেছেন। বিবৃতিতে বলা হয়, বৈঠকে আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতিসহ পারস্পরিক ও পেশাগত স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো আলোচনা করা হয়। যেখানে দেশ দুটির পেশাদারিত্ব ও আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষায় পাকিস্তানি সেনাবাহিনীর ভূয়সী প্রশংসা করেন আরএসএলএফ প্রধান। এ সময় অতীতেও সৌদি স্থলবাহিনীকে সক্ষমতা বাড়ানোর জন্য বেশ কয়েকবার প্রশিক্ষণ দেয়া হয়েছে বলে জানান পাকিস্তানের সেনাপ্রধান।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন