News71.com
 International
 01 Oct 19, 06:28 PM
 113           
 0
 01 Oct 19, 06:28 PM

পবিত্র কোরআন তেলাওয়াতের ছবি ৬৫ কোটিতে বিক্রি !!

পবিত্র কোরআন তেলাওয়াতের ছবি ৬৫ কোটিতে বিক্রি !!

আন্তর্জাতিক ডেস্কঃ পবিত্র কোরআন তেলাওয়াতরত এক মুসলিম নারীকে নিয়ে চিত্রিত একটি তুর্কি চিত্রকর্ম রেকর্ডদামে বিক্রি হয়েছে। কল্পনাতীত মূল্যে বিক্রি হওয়ায় ছবিটি ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। উনিশ শতকের বিখ্যাত উসমানি চিত্রশিল্পী উসমান হামদি বের আঁকা ওই চিত্রকর্মটি ২৮ সেপ্টেম্বর লন্ডনের বনহামসে এক নিলামে বিক্রি হয়। ৬.৩ মিলিয়ন ব্রিটিশ পাউন্ড মূল্যে চিত্রকর্মটি বিক্রি হয়। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬৫ কোটি টাকার সমপরিমাণ। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ১৮৮০ সালে আঁকা চিত্রটি বিখ্যাত তুর্কি ক্যালিওগ্রাফার উসমান হামদি বের একটি অনন্য শিল্পকর্ম। ১৩৯ বছরের পুরনো ওই চিত্রে ঘরের ভেতরে খুব মনোযোগ সহকারে এক নারীর কোরআন পড়ার দৃশ্য রয়েছে। কাপড়ের ক্যানভাসে তিনি ওই ছবিটি আঁকেন। তার এ চিত্রটিতে মুসলিম নারীর এক স্বতন্ত্র্যরূপ প্রকাশ পায়। প্রাচুর্যতার মাঝে থেকেও আল্লাহতায়ালাকে পাওয়ার নিরন্তর সাধনার অনন্য বৈশিষ্ট্য ফুঁটে উঠে তার এ অংকনে। নিলামের শুরুতে কেউ ধারণা করেনি যে, চিত্রটি এত দামে বিক্রি হবে। অথচ সবার ধারণা পাল্টে রেকর্ডদামে এটি বিক্রি হলো।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন