News71.com
 International
 01 Oct 19, 11:47 AM
 92           
 0
 01 Oct 19, 11:47 AM

সৌদিতে স্ব-জাতির হাতে ৩ বাংলাদেশি খুন, মিশনের উদ্বেগ !!

সৌদিতে স্ব-জাতির হাতে ৩ বাংলাদেশি খুন, মিশনের উদ্বেগ !!

আন্তর্জাতিক ডেস্কঃ সৌদিতে এক মাসে স্ব-জাতির হাতে ৩ বাংলাদেশি খুনের ঘটনায় উদ্বিগ্ন বাংলাদেশ মিশনের কর্মকর্তারা। জেদ্দাস্থ বাংলাদেশ কনস্যুলেটের হেড অব চ্যান্সারি ও প্রথম সচিব মোস্তফা জামিল সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত এক বার্তায় সেই উদ্বেগ প্রকাশ করেন। সৌদি আরবে হত্যার বদলে হত্যা অর্থাৎ নিশ্চিত মৃত্যুদন্ডের কঠিন শাস্তির কথা স্মরণ করিয়ে দিয়ে প্রবাসী বাংলাদেশিদের প্রতি সর্বাবস্থায় সহনশীলতা প্রদর্শনের অনুরোধ জানান তিনি। পররাষ্ট্র ক্যডারের মেধাবী ও দূরদৃষ্টিসম্পন্ন ওই কর্মকর্তা বাংলাদেশিদের হাতে একের পর এক বাংলাদেশি খুনের মত গুরুতর অপরাধে জড়িয়ে যাওয়ার প্রেক্ষিতে সৌদি আরবে দেশের সাধারণ এবং নিরপরাধ মানুষদের ভিসায় কড়াকড়ি আসতে পারে বলেও সতর্ক করেন। ফেসবুক পোস্টে তার বার্তাটি এ রকম- বাংলাদেশিদের শেষ করার জন্য পৃথিবীর সর্বত্র বাংলাদেশিরাই যথেষ্ট। গত এক মাসে সৌদি আরবে তিনজন বাংলাদেশি অন্য বাংলাদেশিদের হাতে খুন হয়েছেন। প্রথম ব্যক্তি খুন হলেন আরেক বাংলাদেশির লাঠির আঘাতে। দ্বিতীয়জনকে জবাই করলেন তারই রুমমেট অপর দুই বাংলাদেশি। তা-ও শুধুমাত্র কে আগে বাথরুমে যাবেন- তা নিয়ে ঝগড়ার রেশ ধরে। সর্বশেষ নাজরানে ছুরিকাঘাতে খুন হলেন জুনায়েদ নামক এক বাংলাদেশি আরেক বাংলাদেশিরই হাতে। জামিল লিখেন- "ভাই কেউ কি নিজের দেশে অন্য কোন বিদেশি জাতির এ ধরনের ক্রমাগত খুনাখুনি সহ্য করবে? আমাদের দেশে যদি অন্য কোন জাতি একমাসে তিনজন স্ব-জাতিকে হত্যা করতো, তাহলে আমাদের প্রতিক্রিয়া কি হতো? এ দেশে মানুষ খুন করার শাস্তি নিশ্চিত মৃত্যুদন্ড। এ বিষয়টি ভুলে যাবেন না প্লিজ।"

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন