News71.com
 International
 22 Sep 19, 07:07 PM
 163           
 0
 22 Sep 19, 07:07 PM

সারদা কেলেঙ্কারির প্রমান লোপাটে অভিযুক্ত সাবেক তদন্তপ্রধান রাজীব ‘নিরুদ্দেশ’

সারদা কেলেঙ্কারির প্রমান লোপাটে অভিযুক্ত সাবেক তদন্তপ্রধান রাজীব ‘নিরুদ্দেশ’

আন্তর্জাতিক ডেস্কঃ পশ্চিমবঙ্গের চাঞ্চল্যকর সারদা আর্থিক কেলেঙ্কারি মামলার প্রধান তদন্ত কর্মকর্তা ও কলকাতার সাবেক পুলিশ কমিশনার রাজীব কুমার নিরুদ্দেশ। ভারতের কেন্দ্রীয় তদন্ত সংস্থা সিবিআই তন্ন তন্ন করে খোঁজ করলেও সন্ধান পায়নি তাঁর। রাজীব কুমার এখন পশ্চিমবঙ্গ পুলিশের অতিরিক্ত মহাপরিচালক (সিআইডি)। সিবিআই সারদার ২১ হাজার কোটি রুপির আর্থিক কেলেঙ্কারি মামলায় সাক্ষ্য দেওয়ার জন্য তাঁকে খুঁজছে। ২০১৩ সালে সারদার আর্থিক দুর্নীতির কথা জনসমক্ষে আসার পর এই মামলার তদন্তে নামে পুলিশ। উদ্ধার করেন প্রচুর নথিপত্র। ওই নথির মধ্যে একটি হলো লাল ডায়েরি, যাতে আছে যেসব নেতাকে তিনি টাকা দিয়েছেন তাঁদের নাম । যদিও ২০১৬ সালে এই মামলার দায়িত্ব নেয় সিবিআই।


এদিকে মাঝে সারদা মামলার তদন্ত শ্লথ হয়ে পড়লে সিবিআইও অনেকটা তদন্তকাজ ধীরগতিতে চালায়। কিন্তু এবারের লোকসভা নির্বাচন এসে পড়ায় রাজনৈতিক কারণে সারদা মামলার তদন্ত জোরদার হয়। তদন্তকাজে সহায়তার এবং সাক্ষ্য দেওয়ার জন্য ডাক পড়ে রাজীব কুমারের। কারণ, রাজীব কুমারই প্রধান সাক্ষী, যিনি ছিলেন সিট বা পুলিশের বিশেষ তদন্ত দলের প্রধান এবং প্রধান তদন্তকারী কর্মকর্তা। রাজীব কুমার ছিলেন আবার মুখ্যমন্ত্রী মমতার অত্যন্ত কাছের মানুষ। বিশ্বাসী কর্মকর্তা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন