News71.com
 International
 18 Sep 19, 06:05 PM
 147           
 0
 18 Sep 19, 06:05 PM

ধর্মান্তরিত না করার মুচলেকা দিয়ে ভারতে কাজ করবে বিদেশী এনজিও॥  

ধর্মান্তরিত না করার মুচলেকা দিয়ে ভারতে কাজ করবে বিদেশী এনজিও॥   

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতে গত বেশ কয়েক বছর ধরে বিদেশি সাহায্যপ্রাপ্ত এনজিওগুলোর কার্যকলাপে সরকার নানা ধরনের বিধি-নিষেধ আরোপ করছে। এবার তাতে নতুন বিধি-নিষেধ সংযোজন করেছে দেশটির সরকার। ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন নির্দেশনায় বলা হচ্ছে, যেসব এনজিও বিদেশ থেকে তহবিল পেয়ে থাকে তাদের কর্মীদের মুচলেকা দিয়ে জানাতে হবে যে কখনও ধর্মান্তরে জড়িত ছিলেন না বা ধর্মান্তরের মামলায় অভিযুক্ত ছিলেন না। নইলে সেই এনজিওকে ভারতে কাজ করতে দেওয়া হবে না।

শুধু ধর্মান্তর নিয়ে মুচলেকাই নয়, ভারতে এনজিও কর্মীদের এখন থেকে এটাও বিবৃতি দিয়ে জানাতে হবে যে তারা বিদেশ থেকে পাওয়া তহবিল কোনভাবে তছরুপ করেননি এবং দেশদ্রোহমূলক কোনও বার্তাও প্রচার করছেন না। শাসক দল বিজেপির নেতারা যুক্তি দিচ্ছেন, কার্যক্রমের আড়ালে বহু এনজিও জোর করে বা লোভ দেখিয়ে লোকজনকে ধর্মান্তরিত করছে বলেই এই মুচলেকা জরুরি - কিন্তু ভারতের বহু এনজিও-ই এই সিদ্ধান্তে প্রবলভাবে হতাশ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন