News71.com
 International
 12 Sep 19, 12:28 PM
 141           
 0
 12 Sep 19, 12:28 PM

নতুন করে ইরাকে ৪০ টন বোমা ফেলল যুক্তরাষ্ট্র॥

নতুন করে ইরাকে ৪০ টন বোমা ফেলল যুক্তরাষ্ট্র॥

আন্তর্জাতিক ডেস্কঃ ইরাকের আইএস অধিকৃত একটি দ্বীপে ৪০ টন বোমা ফেলেছে যুক্তরাষ্ট্রের বিমানবাহিনী। মধ্য-ইরাকে মসুল ও ইরবিলের কাছেই তাইগ্রিস নদীর মাঝে অবস্থিত আল-কানুস নামের দ্বীপটিতে গতকাল মঙ্গলবার বিমান হামলা চালানো হয়। ‘অপারেশন জয়েন্ট রিজলভ’ নামের এ হামলায় মার্কিন এফ-১৫ ও এফ-৩৫ সিরিজের কয়েকটি যুদ্ধবিমানসহ আইএসবিরোধী জোটের বেশ কয়েকটি বিমান অংশ নেয়। বিমান হামলার পর ওই এলাকায় বিশেষ স্থলবাহিনী পাঠানো হয়। এক টুইটার বার্তায় এ হামলার তথ্য নিশ্চিত করেন যৌথবাহিনীর মুখপাত্র কর্নেল মাইলস বি ক্যাগিংস। এদিকে সন্ত্রাসবাদ মোকাবেলায় নিষেধাজ্ঞা ব্যবস্থার সম্প্রসারণ এবং আধুনিকায়নের জন্য একটি নির্বাহী আদেশ জারি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।


মার্কিন প্রেসিডেন্টের প্রেস সচিবের দফতর থেকে প্রকাশিত এক বিবৃতিতে এ কথা বলা হয়েছে। খবর দ্য সান ও ফক্স নিউজের। ২০১৪ সালের জুনে ইরাক ও সিরিয়ার বিশাল এলাকা দখলে নিয়ে কথিত খিলাফতের ঘোষণা দেয় আইএস। সিরিয়ার রাকাকে রাজধানী ঘোষণা করে। পার্শ্ববর্তী ইরাকের মসুল শহরকে ঘোষণা করে দ্বিতীয় রাজধানী। প্রায় তিন বছর ধরে ইরাকি বাহিনীর সঙ্গে যুক্তরাষ্ট্র ও রাশিয়াসহ ৭৯টি দেশের বিরামহীন বিমান হামলার চাপে ২০১৭ সালে ইরাকে কোণঠাসা হয়ে পড়ে জঙ্গিগোষ্ঠীটি। কিন্তু একেবারে পতন হয়নি। বিশ্লেষকদের হুশিয়ারি সত্যি করে সম্প্রতি ফের মাথাচাড়া দিয়ে উঠেছে আইএস জঙ্গিরা। দিনের বেলা তারা ইরাকের পাহাড়-পর্বত ও প্রত্যন্ত অঞ্চলের বন-জঙ্গলে লুকিয়ে থাকে। রাতের বেলা বের হয়ে হামলা চালাচ্ছে। আইএসকে পুরোপুরি ধ্বংসের লক্ষ্যে নতুন করে হামলা শুরু করেছে মার্কিন জোট।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন