News71.com
 International
 24 Aug 19, 07:33 PM
 130           
 0
 24 Aug 19, 07:33 PM

ই-সিগারেট পানে জটিল রোগ॥এক মার্কিন নাগরিকের মৃত্যু

ই-সিগারেট পানে জটিল রোগ॥এক মার্কিন নাগরিকের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্কঃ ই-সিগারেট পানে শ্বাসযন্ত্রে গুরুতর জটিল রোগে আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। যুক্তরাষ্ট্রে এটাই এ ধরনের মৃত্যুর প্রথম ঘটনা বলে জানান কর্মকর্তারা। জানা যায়, মৃত্যু ব্যক্তি যু্ক্তরাষ্ট্রের ইলিনয় অঙ্গরাজ্যের বাসিন্দা ছিলন। ইলিনয় কর্তৃপক্ষ তার নাম-পরিচয় প্রকাশ করেনি। তবে তার বয়স ১৭ থেকে ৩৮’র মধ্যে ছিল বলে জানা গেছে। গতকাল শুক্রবার সেন্টার ফর ডিজিস কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন জানায়, ই-সিগারেট পানের কারণে অন্তত ১৯৩ জন মারাত্মক ফুসফুস জনিত জটিলতায় ভুগছেন। তাদের মধ্যে ২২ জনই ইলিনয়ে। মাত্র দুই দিন আগে বুধবার তারা ১৫৩ জন আক্রন্ত হওয়ার কথা জানিয়েছিল। অর্থাৎ, দুইদিনে আরো প্রায় ৪০ জন রোগী বেড়েছে। যা সত্যিই উদ্বেগজনক। এ সব রোগীদের যে ‍শারীরিক উপগর্স দেখা দেয় সেগুলোর মধ্যে কাশি, শ্বাসকষ্ট, মাথা ঘোরা এবং কারো কারো ক্ষেত্রে বমি ও ডাইরিয়া হতে দেখা যাচ্ছে। এর আগে ই-সিগারেট পান করতে গিয়ে যুক্তরাষ্ট্রে আরো দুই জনের মৃত্যু হয়েছে। তবে তাদের ক্ষেত্রে সিগারেট পানের সময় যন্ত্রটি বিস্ফোরিত হয় এবং তা থেকেই তাদের মৃত্যু হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন