News71.com
 International
 23 Aug 19, 07:10 PM
 108           
 0
 23 Aug 19, 07:10 PM

বিশ্ব আবার অস্ত্র প্রতিযোগিতায় দ্বারপ্রান্তে।।রাশিয়া

বিশ্ব আবার অস্ত্র প্রতিযোগিতায় দ্বারপ্রান্তে।।রাশিয়া

আন্তর্জাতিক ডেস্কঃ জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার উপ রাষ্ট্রদূত দিমিত্রি পোলিয়নস্কি বলেছেন, আমেরিকা ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র পরীক্ষা করার পর বিশ্ব নতুন করে আবার অস্ত্র প্রতিযোগিতায় দ্বারপ্রান্তে পৌঁছেছে । জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি অধিবেশনে গতকাল বৃহস্পতিবার তিনি এ মন্তব্য করেন। রাশিয়া এবং চীনের অনুরোধে এ বৈঠক অনুষ্ঠিত হয়। পোলিয়নস্কি বলেন, গত সপ্তাহে আমেরিকা যে ক্রুজ ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে তার মধ্যদিয়ে একথা পরিষ্কার হয়েছে যে, ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন নতুন করে অস্ত্র প্রতিযোগিতা শুরুর বিষয়ে প্রস্তুত রয়েছে। তিনি সুস্পষ্ট করে বলেন, আমেরিকার ভূ-রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা থেকে এই অস্ত্র প্রতিযোগিতা শুরু করতে চায়। রাশিয়ার উপ-রাষ্ট্রদূত আরো বলেন, এসব পদক্ষেপ আমাদের সবার জন্য গভীর উদ্বেগের কারণ, তবে আমেরিকার জন্য তা নয়। গত সোমবার মার্কিন প্রশাসন জানিয়েছে, তারা একটি ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে যার পাল্লা ৫০০ কিলোমিটারের বেশি। এর আগে গত মাসে আমেরিকা আইএনএফ চুক্তি থেকে বেরিয়ে যায়। এরপর এই প্রথম তারা এ ধরনের ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালালো।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন