News71.com
 International
 21 Aug 19, 09:20 PM
 124           
 0
 21 Aug 19, 09:20 PM

চীনকে পাত্তা না দিয়েই তাইওয়ানের কাছে ৮০০ কোটি ডলারের অস্ত্র বিক্রি করবে আমেরিকা॥

চীনকে পাত্তা না দিয়েই তাইওয়ানের কাছে ৮০০ কোটি ডলারের অস্ত্র বিক্রি করবে আমেরিকা॥

আন্তর্জাতিক ডেস্কঃবিতর্কিত তাইওয়ান দ্বীপের কাছে ৮০০ কোটি ডলারের এফ-সিক্সটিন জঙ্গিবিমান বিক্রির চূড়ান্ত অনুমোদন দিয়েছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়। এটি হচ্ছে তাইওয়ান এবং আমেরিকার মধ্যে অন্যতম বড় অস্ত্র চুক্তি। এ চুক্তির ফলে চীন নতুন করে ক্ষুব্ধ হয়ে উঠবে তাতে কোন সন্দেহ নেই। মার্কিন সরকার ও তাইওয়ানের মধ্যে সই হওয়া চুক্তির আওতায় আমেরিকা তাইওয়ানের কাছে ৬৬টি এফ-সিক্সটিন জঙ্গিবিমান বিক্রি করবে। এছাড়া, মার্কিন জেনারেল মোটর কোম্পানি ৭৫টি ইঞ্জিন এবং অন্যান্য সামরিক সরঞ্জামও বিক্রি করা হবে।

তাইওয়ানকে চীন নিজের ভূখণ্ড মনে করে এবং বিশ্বের বেশিরভাগ এক চীন নীতির আওতায় তাইওয়ানের সার্বভৌমত্বকে স্বীকার করে না। আমেরিকাও এক চীন নীতি অনুসরণ করে কিন্তু তাইওয়ানের সঙ্গে অস্ত্র বিক্রির সম্পর্ক বজায় রেখেছে। আমেরিকা বলছে, তাই তাইওয়ানের কাছে এসব অস্ত্র বিক্রি করলে এ অঞ্চলের সামরিক ভারসাম্যে কোনো পরিবর্তন আসবে না। আমেরিকার সঙ্গে চীনের যখন বাণিজ্য যুদ্ধ তুঙ্গে তখন তাইওয়ানের কাছে আমেরিকা এসব অস্ত্র বিক্রির অনুমোদন দিল। বিশেষজ্ঞরা বলছেন, চীনের ওপর বাড়তি চাপ সৃষ্টির লক্ষ্যে ট্রাম্প প্রশাসন এ কৌশল বেছে নিয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন