News71.com
 International
 21 Aug 19, 10:56 AM
 141           
 0
 21 Aug 19, 10:56 AM

কাশ্মীর নিয়ে উস্কানিমূলক বার্তা দেয়ার দায়ে পাকিস্তানের ২০০টি অ্যাকাউন্ট সাসপেন্ড করল টুইটার

কাশ্মীর নিয়ে উস্কানিমূলক বার্তা দেয়ার দায়ে পাকিস্তানের ২০০টি অ্যাকাউন্ট সাসপেন্ড করল টুইটার

আন্তর্জাতিক ডেস্কঃ কাশ্মীর থেকে ৩৭০ ধারা বিলোপের পর বিষয়টি নিয়ে আপত্তিকর এবং উস্কানিমূলক টুইট নিয়ে সংস্থাকে আগেই সতর্ক করেছিল কেন্দ্র। তার পরই পাকিস্তানের ২০০টি টুইটার অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হল। এই ঘটনার কথা স্বীকার করে নেওয়া হয়েছে পাকিস্তান সরকারের পক্ষ থেকে। ভারতের অভিযোগের ভিত্তিতে কাশ্মীর ইস্যুতে উস্কানিমূলক, বিভ্রান্তিকর তথ্য টুইট করা হচ্ছে এমন ৭-৮টি অ্যাকাউন্ট চিহ্নিত করে প্রথমে সেগুলিকে সাসপেন্ড করে টুইটার কর্তৃপক্ষ। পরে একই কারণে পাকিস্তানের ২০০টি টুইটার অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়েছে। সাসপেন্ড হওয়া অ্যাকাউন্টগুলির মধ্যে রয়েছে পাকিস্তানের সরকারি আধিকারিক, সাংবাদিক ও একাধিক সমাজকর্মীদের অ্যাকাউন্ট।

#StopSuspendingPakistanis— এই হ্যাশট্যাগকে সামনে রেখে টুইটারের এই পদক্ষেপের বিরোধিতায় সরব হয়েছেন পাকিস্তানের অসংখ্য মানুষ। পাকিস্তানের ‘ইন্টার সার্ভিসেস পাবলিক রিলেশনস’-এর ডিজি মেজর জেনারেল আসিফ গাফুর জানান, এই টুইটার অ্যাকাউন্টগুলি বন্ধ করে দেওয়ায় খুবই সমস্যা হচ্ছে। টুইটারের এই পদক্ষেপের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সোমবার টুইটারের আঞ্চলিক অফিসে পাকিস্তানের টেলিকমিউনিকেশন অথরিটি (PTA) ইতিমধ্যেই এ বিষয়ে একটি অভিযোগ জানিয়েছে। যদিও ২০০টি অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়ার বিষয়ে টুইটার কর্তৃপক্ষের কোনও বিবৃতি মেলেনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন