News71.com
 International
 21 Aug 19, 10:55 AM
 96           
 0
 21 Aug 19, 10:55 AM

রাষ্ট্রসঙ্ঘে ধাক্কা খেয়ে কাশ্মীর নিয়ে এবার আন্তর্জাতিক আদালতের দারস্থ ইমরান খান॥

রাষ্ট্রসঙ্ঘে ধাক্কা খেয়ে কাশ্মীর নিয়ে এবার আন্তর্জাতিক আদালতের দারস্থ ইমরান খান॥

আন্তর্জাতিক ডেস্কঃ কাশ্মীর নিয়ে রাষ্ট্রসঙ্ঘে ধাক্কা খাওয়ার পর আন্তর্জাতিক আদালতের শরণাপন্ন হতে চলেছে পাকিস্তান। পাক বিদেশমন্ত্রী শাহ মাহমুদ কুরেসি জানিয়েছেন, কাশ্মীর নিয়ে আন্তর্জাতিক আদালতে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কাশ্মীর থেকে ৩৭০ অনুচ্ছেদ প্রত্যাহার করেছে নয়াদিল্লি। তারপরই তেলেবেগুনে চটেছে ইসলামাবাদ। বিভিন্ন দেশের শরণাপন্ন হয়েছেন ইমরান খান। কিন্তু ইসলামিক দেশগুলিও সঙ্গ দেয়নি পাকিস্তানের। সব দেশেরই মত, কাশ্মীর ভারতের অভ্যন্তরীণ বিষয়। আলোচনা করেই ভারত-পাকিস্তানকে সমস্যা মেটাতে হবে। চিনের আবেদনে সাড়া দিয়ে অ-আনুষ্ঠানিক রুদ্ধদ্বার বৈঠকে সম্মত হয় রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা পরিষদ। সেখানে চিন ছাড়া আর কেউ পাশে দাঁড়ায়নি পাকিস্তানের।

দিশেহারা পাকিস্তান এবার আন্তর্জাতিক আদালতের দরজায় যাওয়ার সিদ্ধান্ত নিল। পাক বিদেশমন্ত্রী শাহ মাহমুদ কুরেসি বলেন,'আমরা কাশ্মীর মামলাটি নিয়ে আন্তর্জাতিক ন্যায় আদালতে যেতে চলেছি। সবদিক আইনি দিক খতিয়ে দেখে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।' কাশ্মীরের মানবাধিকারের বিষয়টি তুলে ধরার কথা জানান পাকিস্তানের বিদেশমন্ত্রী। বলে রাখি, কুলভূষণ মামলায় অতিসম্প্রতি আন্তর্জাতিক ন্যায় আদালতে ধাক্কা খেয়েছে পাকিস্তান। ভারতের আবেদন মেনে পাক জেলে বন্দি কুলভূষণের সঙ্গে ভারতীয় দূতাবাসের আধিকারিকদের যোগাযোগ করতে দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। প্রসঙ্গত, রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা পরিষদের বৈঠকের আগে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ফোন করেছিলেন ইমরান খান। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রও ভারতের অভ্যন্তরীণ বিষয় বলে জানিয়ে দেয় বৈঠকে। কাশ্মীর ভারত ও পাকিস্তানের দ্বিপাক্ষিক বিষয় বলে মনে করে ব্রিটেন এবং ফ্রান্সও। ১৯৭২ সিমলা চুক্তি মেনে দ্বিপাক্ষিক রাজনৈতিক ও কূটনৈতিক আলোচনার মাধ্যমে কাশ্মীর সমস্যা বলে বৈঠকে জানিয়ে দেয় রাশিয়াও।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন