News71.com
 International
 19 Aug 19, 01:36 PM
 178           
 0
 19 Aug 19, 01:36 PM

ভারতে ভারি বৃষ্টিপাতে ২৮ জনের মৃত্যু॥ নিঁখোজ ২২

ভারতে ভারি বৃষ্টিপাতে ২৮ জনের মৃত্যু॥ নিঁখোজ ২২

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের উত্তরাঞ্চলে ভারি বর্ষণে অন্তত ২৮ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে শুধু হিমাচল প্রদেশেই দুই নেপালি নাগরিকসহ ২২জনের মৃত্যু হয়েছে। রবিবার, ভারি বৃষ্টিপাতে হিমাচল প্রদেশ, উত্তরাখন্ড ও পাঞ্জাবে নিখোঁজ রয়েছে আরও ২২ জন। এর আগে, উত্তরাখন্ডে বৃষ্টিতে তিনজন ও পাঞ্জাবে ছাদ ধসে আরও তিনজনের প্রাণহানি হয়। এছাড়া যমুনা ও অন্যান্য নদীর পানি বিপৎসীমা পার হওয়ার আশঙ্কায় দিল্লি, হরিয়ানা, পাঞ্জাব ও উত্তর প্রদেশের বেশ কিছু জায়গায় বন্যা সতর্কতা জারি করা হয়েছে। বৃষ্টিপাতে কালকা ও সিমলা ছাড়াও চণ্ডীগড়-মানালির মহাসড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনায় সিমলা ও কুল্লুসহ বেশ কয়েকটি জেলার শিক্ষা প্রতিষ্ঠান সোমবার বন্ধ ঘোষণা করা হয়েছে। এদিকে, ভারতের দক্ষিণাঞ্চলে বন্যা কবলিত কেরালায় নিহতের সংখ্যা বেড়ে ১২১ ও কর্ণাটকে ৭৬।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন