News71.com
 International
 19 Aug 19, 01:29 PM
 170           
 0
 19 Aug 19, 01:29 PM

যুক্তরাষ্ট্রে সংঘর্ষের আশঙ্কা ॥ আটক ১৩

যুক্তরাষ্ট্রে সংঘর্ষের আশঙ্কা ॥ আটক ১৩

আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রের অরেগন অঙ্গরাজ্যের পোর্টল্যান্ড শহরের রাস্তায় বামপন্থি অ্যান্টিফা (অ্যান্টি-ফ্যাসিস্ট) আন্দোলনে জড়িত পাশাপাশি ডানপন্থিরা জড়ো হওয়ায় সংঘর্ষের আশঙ্কা করা হচ্ছে। পুলিশ এক পক্ষকে আরেক পক্ষ থেকে দূরে রাখার চেষ্টা করছে বলে জানিয়েছে যুক্তরাজ্যের গণমাধ্যম। শহরটি অ্যান্টিফা আন্দোলনের কেন্দ্র বলে পরিচিত। এদিকে ঘটনাস্থল থেকে পুলিশ কমপক্ষে ১৩ জনকে আটক করেছে বলে নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রে শীর্ষস্থানীয় সংবাদ সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)।


যুক্তরাজ্যের গণমাধ্যমে খবরে বলা হয়, অ্যান্টিফা আন্দোলনের সঙ্গে জাড়িতদেরকে দেশীয় সন্ত্রাসী বলে ঘোষণার করার দাবিতে জড়ো হয়েছে ডানপন্থিরা। যুক্তরাষ্ট্রের রেডিও হোস্ট অ্যালেক্স জোনসের নিউজ ওয়েবসাইট ইনফোওয়ার্সের সাবেক কর্মী এবং ডানপন্থি প্রাউড বয়েজ গোষ্ঠীর সদস্য জো বিগস সমাবেশটি প্রমোট করছেন। পোর্টল্যান্ডে এর আগের একাধিক ডানপন্থি সমাবেশ, সহিংসতা ও সংঘর্ষের সঙ্গে জড়িত প্রাউড বয়েজ একটি ঘৃণ্য গোষ্ঠী হিসেবে

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন