News71.com
 International
 18 Aug 19, 10:02 PM
 188           
 0
 18 Aug 19, 10:02 PM

নদীতে ভাসতে থাকা ২৭ অভিবাসী শিশুকে বন্দরে প্রবেশের অনুমতি দিল ইতালি॥

নদীতে ভাসতে থাকা ২৭ অভিবাসী শিশুকে বন্দরে প্রবেশের অনুমতি দিল ইতালি॥

আন্তর্জাতিক ডেস্কঃ ভূমধ্যসাগরের ইতালীয় উপকূলে প্রায় দু' সপ্তাহ ধরে ভাসমান ১শ' ৩৪ অভিবাসীর মধ্যে ২৭ শিশুকে দেশটির বন্দরে প্রবেশের অনুমতি দিয়েছে ইতালি সরকার। উদ্ধারকৃতদের শারীরিক ও মানসিক অবস্থার চরম অবনতি হওয়ায় নিরাপদ আশ্রয়ে নিয়ে আসে ইতালীয় কোস্টগার্ড। তবে, বাকি ১০৫ অভিবাসন প্রত্যাশী বন্দরে প্রবেশের অনুমতি না পাওয়ায় জাহাজেই অবস্থান করতে হবে বলে সাফ জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মাত্তেও সালভিনি। এদিকে, আন্তর্জাতিক অভিবাসন সংস্থা জানিয়েছে, চলতি বছরে উত্তর ও দক্ষিণ আমেরিকায় পাঁচ শতাধিক অভিবাসন প্রত্যাশীর মৃত্যু হয়েছে।


ভূমধ্যসাগরের ইতালীয় উপকূলের কাছে প্রায় দু' সপ্তাহ ধরে ভাসতে থাকা ১'৩৪ জন অভিবাসিবাহী একটি জাহাজ থেকে গতকাল শনিবার ২৭ অভিবাসন প্রত্যাশী শিশুকে উদ্ধার করেছে ইতালীয় কোস্টগার্ড। এসব শিশুদের শারিরীক এবং মানসিক অবস্থার চরম অবনতি হতে থাকায় দেশটির দক্ষিণাঞ্চলীয় লামপেদোসা বন্দরে নিয়ে আসা হয়। প্রধানমন্ত্রী গুইসেপ্পে কন্তের নির্দেশে এ পদক্ষেপ নেয়া হয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী মাত্তেও সালভিনি। তবে, ২৭ জনকে উদ্ধার করে বন্দরে নিয়ে আসা হলেও বাকি ১০৫ অভিবাসন প্রত্যাশীকে লামপেদোসা বন্দরে প্রবেশের অনুমতি দেয়া হয়নি। এতে ভূমধ্যসাগরে ভাসমান স্পেনের বেসরকারি দাতব্য সংস্থার ওপেন আর্মস জাহাজেই অবস্থান করতে হবে বলে সাফ জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন