News71.com
 International
 17 Aug 19, 02:09 PM
 120           
 0
 17 Aug 19, 02:09 PM

উত্তর মেরুর আকাশে জয় করল এয়ার ইণ্ডিয়ার বিমান॥

উত্তর মেরুর আকাশে জয় করল এয়ার ইণ্ডিয়ার বিমান॥

 

আন্তর্জাতিক ডেস্কঃ উত্তর মেরুর পথ ধরে ভারত ও সান ফ্রান্সিসকোর মধ্যে আকাশপথে এক নব সংযোগ স্থাপন করল এয়ার ইণ্ডিয়া। ভারতের ক্ষেত্রে আকাশ পথে এই নব দিগন্তের সঙ্গী হলেন আরও অনেক যাত্রীও। এয়ার ইণ্ডিয়ার দুই পাইলট ক্যাপ্টেন রাজনীশ শর্মা ও দিগ্বিজয় সিং এই নতুন রুটে এয়ার ইণ্ডিয়ার বিমানটি চালিয়ে নিয়ে গেলেন ৷ প্রতিষ্ঠানর ম্যানেজিং ডিরেক্টর অশ্বিনী লহানি এই নতুন ইতিহাস সৃষ্টির জন্য পাইলট কেবিন ক্রু সহ সকল যাত্রীদের শুভেচ্ছা জানান৷


বলিউড অভিনেতা বিবেক ওবেরয়ও এই নতুন ইতিহাসের সাক্ষী হলেন। তিনিও ছিলেন এই সকল যাত্রীদের মধ্যে । তিনি সোশ্যাল মিডিয়াতে একটি ছোট ভিডিও আপলোড করে তার ভক্তদের সাথে এই ইতিহাসের স্বাদ ভাগ করে নিয়েছেন। এয়ার ইণ্ডিয়ার পশ্চিম বিভাগের ডিরেক্টর মুকেশ ভাটিয়ার মতে এর ফলে বিমানের জ্বালানি খরচ কম হবে এবং দূষণের পরিমানও কমবে । ক্যাপ্টেন অমিতাভ সিং ছিলেন এই নয়া রুটের পর্যবেক্ষণের দায়িত্বে৷ উত্তর মেরু হয়ে এই যাত্রাপথের ফলে সময় অনেকটাই সাশ্রয় হবে বলে তিনি জানান৷ এছাড়া এই নয়া রাস্তার ফলে যোগাযোগ ব্যবস্থা উন্নতি যেরকম ঘটবে তার সাথে দূষণের হারের মাত্রাও কমবে বলে আশাপ্রকাশ করেন তিনি। তাঁর দাবি, বিভিন্ন জায়গার বিমানবন্দরগুলির পরিকাঠামো সেভাবে উন্নত নয়৷ সেই দিকগুলোতে নজর দেওয়া যাবে বলে জানান তিনি৷ তা ছাড়া উত্তর মেরু হয়ে যাত্রাপথে যে সব বিমানবন্দর পড়বে, সেই সব বিমান বন্দরের আভ্যন্তরীণ উন্নতির দিকেও নজর দেওয়া যাবে।এবং যাত্রা পথের সময় বাঁচবে ৷

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন