News71.com
 International
 16 Aug 19, 07:48 PM
 179           
 0
 16 Aug 19, 07:48 PM

হংকং চীনের আভ্যন্তরিন বিষয়, এ নিয়ে কেউ যেন নাক না গলায়॥সতর্ক করল বেজিং

হংকং চীনের আভ্যন্তরিন বিষয়, এ নিয়ে কেউ যেন নাক না গলায়॥সতর্ক করল বেজিং

আন্তর্জাতিক ডেস্কঃ হংকং নিয়ে কেউ যেন নাক না গলায় বলে হুঁশিয়ারি দিয়েছে চীন। গতকাল বৃহস্পতিবার বেজিং থেকে কড়া ভাষায় জানিয়ে দেওয়া হয়েছে, হংকং-এর অশান্তি আমাদের অভ্যন্তরীণ বিষয়। তা নিয়ে বাইরের কেউ নাক গলাতে এলে আমরা সহ্য করব না। যদিও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলছেন ভিন্ন কথা। তার দাবি, দশ সপ্তাহব্যাপী বিক্ষোভে উত্তাল হংকংকে মাত্র ১৫ মিনিটেই শান্ত করতে পারেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বিক্ষোভকারীদের দোষ দিয়ে বেজিং বলেছে, তারা হিংসাত্মক কাজকর্ম করে বেড়াচ্ছে। গতকাল বৃহস্পতিবার চীন জানায়, দুঃখের বিষয় হল, হংকং-এ গত কয়েক মাস ধরে অনেক হিংসাত্মক ঘটনা ঘটেছে। বিক্ষোভকারীরা আইন, নৈতিকতা ও মানবতাবিরোধী কাজ করছে। এর পিছনে বিদেশি শক্তি আছে বলে দাবি করেছে চীন।

চীন বলছে, কয়েকটি বিদেশি শক্তি বিক্ষোভকারীদের সঙ্গে হাত মিলিয়েছে। ফলে পরিস্থিতি হয়ে উঠেছে আরও খারাপ। কয়েকটি দেশ সরাসরি হংকং-এর ব্যাপারে নাক গলাচ্ছে। যদিও তা চীনের অভ্যন্তরীণ বিষয়। গতকাল বৃহস্পতিবারই হংকং সীমান্তে সেনা মোতায়েন করেছে চীন। যদিও এখনই বড় ধরনের দমনপীড়ন হবে বলে অনেকে মনে করছেন না। তবে বিক্ষোভ যদি চলতেই থাকে তাহলে আগামী দিনে চীন কড়া পদক্ষেপের কথা ভাবতে পারে। এদিকে, চীন কিছুদিন ধরে কাশ্মীর নিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে আলোচনার দাবি তুলেছে। কিন্তু হংকং নিয়ে অপর কাউকে হস্তক্ষেপ করতে দিতে রাজি নয়। খবর দ্য ওয়াল এর।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন