News71.com
 International
 16 Aug 19, 07:25 PM
 146           
 0
 16 Aug 19, 07:25 PM

ডেনমার্কের কাছ থেকে গ্রিনল্যান্ড কিনতে চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প॥

ডেনমার্কের কাছ থেকে গ্রিনল্যান্ড কিনতে চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প॥

আন্তর্জাতিক ডেস্কঃ উত্তর আটলান্টিক ও আর্কটিক মহাসাগরের মধ্যে অবস্থিত একটি সুবৃহৎ দ্বীপ গ্রিনল্যান্ড। ডেনমার্কের স্বায়ত্তশাসিত বরফাচ্ছাদিত এই অঞ্চলটি এবার কেনার আগ্রহ প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, গ্রিনল্যান্ডের প্রাকৃতিক সম্পদ এবং ভূ-রাজনৈতিক গুরুত্বের কথা শুনে ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউজের কর্মীদের সাথে বহুবার বিশাল এই আর্কটিক অঞ্চল ক্রয়ের পরামর্শ দিয়েছেন। অবশ্য গ্রিনল্যান্ড কেনার পরিকল্পনার বিষয়টি মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের মাথায় প্রথম আসেনি। এর আগে, ৩৩তম মার্কিন প্রেসিডেন্ট হ্যারি ট্রুম্যানের মাথায় সর্বপ্রথম গ্রিনল্যান্ড কেনার চিন্তার উদয় হয়। ১৯৪৬ সালে তিনি একশ মিলিয়ন মার্কিন ডলারের বিনিময়ে গ্রিনল্যান্ড কেনার প্রস্তাব দেন। তবে সেই প্রস্তাব ফিরিয়ে দেয় ডেনমার্ক।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন