News71.com
 International
 16 Aug 19, 12:29 PM
 172           
 0
 16 Aug 19, 12:29 PM

২০৪৫ সালের মধ্যেই এক হবে দুই কোরিয়া॥দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জ্যা ইন  

২০৪৫ সালের মধ্যেই এক হবে দুই কোরিয়া॥দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জ্যা ইন   

আন্তর্জাতিক ডেস্কঃ আগামী ২০৪৫ সালের মধ্যেই দুই কোরিয়া আবারও ঐক্যবদ্ধ হবে। এমনটাই আশা প্রকাশ করেছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জ্যা ইন। তার ধারনা ২০৪৫ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের শতবর্ষ পূর্ণ হবে। সে কারণেই দুই কোরিয়ার ঐক্যবদ্ধ হওয়ার জন্য এই সময়কেই উপযুক্ত বলে বেছে নিয়েছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট। একই সঙ্গে ২০৩২ সালে উত্তর কোরিয়ার সঙ্গে মিলে অলিম্পিক আয়োজনের প্রস্তাব দিয়েছেন তিনি । উল্লেখ্য এর আগে ১৯১০ থেকে ১৯৪৫ সাল পর্যন্ত জাপানের শাসনে ছিল কোরিয়া। এরপর ১৯৪৫ সালের ১৫ আগস্ট স্বাধীনতা পায় তারা। যুদ্ধের সময় থেকেই দু'দেশের সম্পর্কে তিক্ততা ছিল চরমে। ১৫ আগস্ট দক্ষিণ কোরিয়ার স্বাধীনতার ৭৪ তম বার্ষিকী উপলক্ষে এক ভাষণে মুন জ্যা ইন বলেন, জাপানের সঙ্গে চলতি বাণিজ্য সংঘাত মিটিয়ে নিতে আগ্রহী দক্ষিণ কোরিয়া। এর আগেও উত্তর কোরিয়ার সঙ্গে চলমান বিদ্বেষ কাটিয়ে ওঠার জন্য আগ্রহ প্রকাশ করেছেন মুন জ্যা ইন। এছাড়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনের বৈঠকেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন