News71.com
 International
 15 Aug 19, 07:25 PM
 148           
 0
 15 Aug 19, 07:25 PM

৯ বছর বয়সি ভারতীয় শিশুর কিলিমানজারো পর্বতশৃঙ্গ জয়॥

৯ বছর বয়সি ভারতীয় শিশুর কিলিমানজারো পর্বতশৃঙ্গ জয়॥

আন্তর্জাতিক ডেস্কঃ ১৯ হাজার ফুটেরও বেশি উঁচু পর্বত শৃঙ্গ কিলিমানজারো জয় করলো ৯ বছর বয়সী শিশু আদভাইত ভারতিয়া। ইচ্ছেশক্তি দিয়ে যেকোনো বাধাই যে হার মানানো যায় সেটিই দেখিয়ে দিলো আফ্রিকার সর্বোচ্চ শৃঙ্গ জয় করে। এই চূড়া জয় করতে আদভাইতের সময় লেগেছে ৭ দিন। এর আগে ২০১৬ সালে মাত্র ছয় বছর বয়সে মাউন্ট এভারেস্টের বেইস ক্যাম্প পর্যন্ত ট্রেকিং (হেঁটে) করে উঠেছিলো ভারতের পুনে শহরের বাসিন্দা এই শিশু। এভারেস্ট বেইস ক্যাম্পের উচ্চতাও ১৭ হাজার ফুটেরও বেশি।

যে বয়সে অনেক শিশু মাউন্ট কিলিমানজারোর নামটাই শোনেনি সেই বয়সেই পর্বতটি জয় করেছে আদভাইত। ফিরে এসে জানায় অনেক কঠিন হলেও নাকি তার পাহাড় চড়তে মজাই লেগেছে। তার ভাষ্য, পর্বতটির সৌন্দয্য উপভোগ করতে গিয়ে নাকি দেরি হয়েছে।  না হলে সে ৭ দিনের আগেই চূড়ায় পৌঁছাতে পারতো!  আগামী বছর ইউরোপের সর্বোচ্চ পর্বত শৃঙ্গ মাউন্ট এলব্রুস জয়ের অভিযান শুরু করার কথা রয়েছে তার।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন