News71.com
 International
 15 Aug 19, 01:17 PM
 171           
 0
 15 Aug 19, 01:17 PM

জেরুজালেম আল কুদসকে রাজধানী করে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র চায় ইরাক॥

জেরুজালেম আল কুদসকে রাজধানী করে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র চায় ইরাক॥

আন্তর্জাতিক ডেস্কঃ ইরাকের পররাষ্ট্রমন্ত্রী মুহাম্মাদ আলী আল-হাকিম ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে অবস্থান নিয়ে আবারো স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের প্রতি বাগদাদের সমর্থন পুনর্ব্যক্ত করেছেন। পররাষ্ট্রমন্ত্রী আল হাকিম গতকাল বুধবার তার সমকক্ষ ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রী রিয়াদ আল-মালিকির সঙ্গে এক টেলিফোনালাপে জেরুজালেম আল কুদসকে রাজধানী করে একটি স্বাধীন ফিলিস্তিন গঠনসহ ফিলিস্তিন জাতির যেকোনো ইস্যুতে বাগদাদের পূর্ণ সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেন। বিশ্বে একটি স্বাধীন এবং সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র গঠনের লক্ষ্য অর্জনের জন্য প্রয়োজনীয় সমর্থনের প্রতি গুরুত্বারোপ করে আল-হাকিম বলেন, ইসরাইলের স্বার্থে ফিলিস্তিনের ভূখণ্ড জবর দখল করে রাখার বিষয়ে কোনো সিদ্ধান্ত গ্রহণ করা হলে ইরাক কোনোভাবেই মেনে নেবে না।    অন্যদিকে, ইরাক ফিলিস্তিনিদের ভূখণ্ড দখল করে সেখানে কোনো উপশহর নির্মাণ করার ইসরাইলের প্রচেষ্টার ঘোর বিরোধী বলেও দেশটির প্রধানমন্ত্রী আদেল আব্দুল মাহদি জানিয়েছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন