News71.com
 International
 14 Aug 19, 12:05 PM
 201           
 0
 14 Aug 19, 12:05 PM

অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড প্রদেশে ৫০০ কোটি টাকার মাদকসহ ৪ মাফিয়া গ্রেফতার॥

অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড প্রদেশে ৫০০ কোটি টাকার মাদকসহ ৪ মাফিয়া গ্রেফতার॥

আন্তর্জাতিক ডেস্কঃ অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড প্রদেশে স্মরণকালের সর্বোচ্চ পরিমাণ মাদক জব্দ করার ঘটনা ঘটেছে। এ ঘটনায় আন্তর্জাতিক অপরাধী চক্রের ৬জনকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ। কুইন্সল্যান্ড পুলিশের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ তথ্য জানায়। প্রতিবেদনে বলা হয়, মাদক চোরাচালানের ওই ঘটনায় অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড থেকে চার বৃটিশ নাগরিকসহ মোট ৬জনকে গ্রেফতার করা হয়েছে ।

যুক্তরাজ্যভিত্তিক সংগঠিত একটি অপরাধী চক্র ওই অঞ্চলে মেথামফেটামাইন ও এমডিএমএ পাউডার সরবরাহ করছিল। জব্দ হওয়া মাদকের অর্থমূল্য প্রায় ৬১ মিলিয়ন মার্কিন ডলার (প্রায় ৫১৫ কোটি টাকা)। এ পরিমাণ মাদক দিয়ে প্রায় এক কোটি বিশ লাখ এক্সট্যাসি ক্যাপসুল প্রস্তুত করা সম্ভব বলে জানিয়েছে পুলিশ। কুইন্সল্যান্ড পুলিশ আরও জানায়, অস্ট্রেলিয়ার ইতিহাসে এটি তৃতীয়-সর্বোচ্চ এমডিএমএ জব্দের ঘটনা। কুইন্সল্যান্ডে এ পর্যন্ত জব্দ হওয়া এমডিএমএ’র মধ্যে এগুলো সব চেয়ে বিশুদ্ধ। এ ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগে অস্ট্রেলিয়া থেকে আটক চারজনের মধ্যে দুইজন বৃটিশ নাগরিক। এ ছাড়া বাকি দুইজনের মধ্যে এক অস্ট্রেলীয় যুবক ও এক নারী রয়েছেন ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন