News71.com
 International
 13 Aug 19, 10:27 PM
 206           
 0
 13 Aug 19, 10:27 PM

আসামে নাগরিকতা নিয়ে শঙ্কায় বাঙালিরা।।

আসামে নাগরিকতা নিয়ে শঙ্কায় বাঙালিরা।।

আন্তর্জাতিক ডেস্কঃ আসামে সংশোধিত নাগরিক তালিকায় নাম না থাকা নিয়ে জটিলতা মেটানোর সুযোগ শেষ হচ্ছে ৩১শে আগস্ট ৷ তারপর ভয়ঙ্কর চেহারা নিতে চলেছে এক মানবিক সংকট৷ উত্তর-পূর্ব ভারতের রাজ্য আসামের তিন কোটি ২৯ লক্ষ বাসিন্দার মধ্যে প্রায় দুই কোটি ৮৯ লক্ষের নাম উঠে গেছে জাতীয় নাগরিকপঞ্জি বা এনআরসিতে৷ বাকি প্রায় ৪০ লক্ষ মানুষ নাগরিকত্বের বৈধ প্রমাণপত্র দেখিয়ে নিজেদের নাম নথিভুক্ত করার শেষ সুযোগ পাবেন ৩১শে আগস্ট পর্যন্ত৷ ভারতের সুপ্রিম কোর্টের নির্দেশে সময়সীমা সম্প্রসারিত হয়ে এই তারিখটিই চূড়ান্ত হয়েছে৷ 

 

 

যতদিন কেন্দ্রে কংগ্রেস ক্ষমতায় ছিল, সেই প্রক্রিয়া খাতায়-কলমে চালু থাকলেও চলেছে ঢিমেতালে৷ কিন্তু প্রথমে কেন্দ্রে এবং তারপর আসামেও বিজেপি ক্ষমতা দখল করার পর সে-কাজে দ্রুতি আসে৷ ৩০ জুলাই ২০১৮-তে প্রকাশিত, আসামের জাতীয় নাগরিকপঞ্জির চূড়ান্ত খসড়ায় বাদ পড়ে প্রায় ৪০ লক্ষ নাম, যে নাম ভোটার তালিকায় আছে৷ কিন্তু নাগরিকত্বের প্রমাণপত্র দাখিল করতে না পারায় এখন ‘‌ডাউটফুল ভোটার'‌‌৷ এদেরই ভবিষ্যৎ নির্ধারিত হবে ৩১শে আগস্টের পর৷

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন