News71.com
 International
 12 Aug 19, 09:29 PM
 165           
 0
 12 Aug 19, 09:29 PM

প্রতিরোধ ও বিক্ষোভে অচল হংকং বিমানবন্দর ।।

প্রতিরোধ ও বিক্ষোভে অচল হংকং বিমানবন্দর ।।

আন্তর্জাতিক ডেস্কঃ কাছ থেকে টিয়ারশেল ছোড়ার প্রতিবাদে হংকংয়ের বিমানবন্দরে বিক্ষোভ করছেন বিক্ষুব্ধ জনতা৷ বিদেশি অতিথিদের সাম্প্রতিক বিক্ষোভে পুলিশের বাড়াবাড়ির ঘটনা জানাতে হাজির হয়েছেন বিক্ষোভকারীরা৷ এতে অচল হয়ে পড়েছে বিশ্বের ব্যস্ততম বিমানবন্দরটি। শত শত ফ্লাইট বাতিল করেছে কর্তৃপক্ষ। সম্প্রতি কয়েকজন বিক্ষোভকারীর ওপর খুব কাছ থেকে টিয়ারশেল ছুড়ে পুলিশ। এতে এক নারীর চোখ ক্ষতিগ্রস্ত হওয়ার ভিডিও ছড়িয়ে পড়লে বিক্ষোভ আরও ছড়িয়ে পড়ে। গত শুক্রবার থেকে শুরু হওয়া বিমানবন্দর দখল কর্মসূচি গড়িয়েছে চতুর্থ দিনে ।

মিছিল ও সমাবেশে পুলিশি হামলার অভিযোগে স্বাধীন তদন্ত, বিতর্কিত প্রত্যর্পণ বিল সম্পূর্ণ প্রত্যাহার এবং হংকংয়ের প্রধান নির্বাহী কেরি লামের পদত্যাগের দাবি জানিয়ে আসছে বিক্ষোভকারীরা৷ এ সপ্তাহের শুরুতে বিক্ষোভকারীদের ‘আগুন নিয়ে খেলা বন্ধ' করার হুঁশিয়ারি দেয় চীন৷ বিক্ষোভকারীরা প্রধান নির্বাহী কেরি লাম ও পুলিশের বিরুদ্ধে বিভিন্ন ভাষায় লেখা ব্যানার-পোস্টার উঁচিয়ে প্রতিবাদ জানাচ্ছেন৷ তবে কর্তৃপক্ষ এখনও ধৈর্য্যের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করছে ৷

আন্দোলনও শান্তিপূর্ণভাবে চলছে৷ আন্দোলন জমিয়ে তুলতে ‘স্বাধীনতার পথে হংকং' লিখে বোর্ডিং পাস বানানো হচ্ছে৷ বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, পরিকল্পিত প্রতিবাদ কর্মসূচিতে বিমানবন্দর সচল রাখতে পারছেন তারা। এদিকে, গত বৃহস্পতিবার মার্কিন যুক্তরাষ্ট্রও তাঁদের নাগরিকদের জন্য হংকংয়ে ভ্রমণ সতর্কতা জারি করেছে ৷

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন