News71.com
 International
 09 Aug 19, 11:50 AM
 119           
 0
 09 Aug 19, 11:50 AM

আবারও ভারতে হামলার পরিকল্পনা করছে পাক জঙ্গি গোষ্ঠী জইশ-ই-মুহাম্মদ॥

আবারও ভারতে হামলার পরিকল্পনা করছে পাক জঙ্গি গোষ্ঠী জইশ-ই-মুহাম্মদ॥

আন্তর্জাতিক ডেস্কঃ পাকিস্তানভিত্তিক জঙ্গি সংগঠন জইশ-ই-মুহাম্মদ ভারতে হামলা চালানোর পরিকল্পনা করছে বলে গোয়েন্দা বিভাগ কেন্দ্রীয় সরকারকে সতর্ক করে দিয়েছে। ভারতের স্বাধীনতা দিবসের আগে জঙ্গি হামলার আশঙ্কায় প্রতি বছর এমনিতেই সতর্কতা মূলক ব্যবস্থা নেয়া হয়ে থাকে। তার ওপর এবার ঠিক এই সময়ে জম্মু ও কাশ্মীরে কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তের বদলা নিতে জঙ্গি গোষ্ঠিগুলো মরিয়া হয়ে উঠবে ধারণা করা হয়েছিল। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান স্পষ্ট বলেই দিয়েছেন, দিল্লির ওই ঘোষণায় ভারতবিরোধী জঙ্গি সংগঠনগুলোর তৎপরতা বাড়বে।   

 

ভারতের গোয়েন্দা সূত্রের খবর, পাকিস্তানে ঘাঁটি গেড়ে থাকা জইশ-ই-মুহাম্মদে শিগগিরই ভারতে হামলা চালানোর জন্য তৈরি হচ্ছে। সূত্রে জানানো হয়েছে, কাশ্মীরে ৩৭০ ধারা বাতিল করার পরপরই জইশ প্রধান মাসুদ আজহারকে পাকিস্তান কর্তৃপক্ষ ছেড়ে দিয়েছে। জইশের লক্ষ্য আবার মুম্বাইয়ে হানা দেয়া, তবে একযোগে অনেক জায়গায় সন্ত্রাসী হামলার পরিকল্পনাও রয়েছে। এজন্য কেন্দ্র আজ কলকাতাসহ ভারতের ১৯টি প্রধান বিমানবন্দরে চরম সতর্কতা জারি করেছে। এদিকে, আজই পাকিস্তানী রেলকর্মীরা দিল্লি-লাহোর সমঝোতা এক্সপ্রেস ট্রেন নিয়ে ভারতে ঢুকতে অস্বীকার করেছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন