News71.com
 International
 08 Aug 19, 07:28 PM
 166           
 0
 08 Aug 19, 07:28 PM

বিশাল কম্ব্যাট ড্রোনের সফল পরীক্ষা চালালো রাশিয়া॥

বিশাল কম্ব্যাট ড্রোনের সফল পরীক্ষা চালালো রাশিয়া॥

আন্তর্জাতিক ডেস্কঃ রাশিয়া বিশাল একটি কম্ব্যাট ড্রোনের পরীক্ষা চালিয়েছে। আখোৎনিক নামের এ ড্রোনের এই প্রথমবারের মতো পরীক্ষামূলক ফ্লাইট পরিচালনা করা হলো। গত ৩ আগস্ট রাশিয়ার একটি অজ্ঞাত বিমনাঘাঁটি থেকে ড্রোনটি ওড়ানো হয়। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ড্রোনের প্রথম ফ্লাইট ২০ মিনিট স্থায়ী হয় এবং এটি ৬০০ মিটার উচ্চতায় ওঠে। পরে ড্রোনটি সফলতার সঙ্গে অবতরণ করতে সক্ষম হয়। ড্রোনটির ডিজাইন করেছে সুখোই ডিজাইন ব্যুরো। এতে রয়েছে অপটিক্যাল ইলেক্ট্রনিক ও রেডিও ইঞ্জিনিয়ারিং টেকনোলজি।এসইউ-৭০ মডেলের ড্রোনটিতে স্টিলথ প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। এ বিষয়ে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় একটি ভিডিও প্রকাশ করেছে। তবে যুদ্ধক্ষেত্রে এ ড্রোন কী পরিমাণ এবং কী ধরনের অস্ত্র বহন করতে পারবে সে সম্পর্কে কিছু জানা যায় নি। গত জানুয়ারি মাসে প্রথম এ ড্রোনের খবর অলনলাইনে প্রকাশ পায়। পরবর্তীতে মাসে আবার এ সংক্রান্ত খবর বের হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন