News71.com
 International
 17 Jul 19, 07:56 PM
 162           
 0
 17 Jul 19, 07:56 PM

পারস্য উপসাগর থেকে বিদেশি তেল ট্যাংকার নিখোঁজ হয়নি, ইরান উদ্ধার করেছে॥সাইয়্যেদ আব্বাস মুসাভি

পারস্য উপসাগর থেকে বিদেশি তেল ট্যাংকার নিখোঁজ হয়নি, ইরান উদ্ধার করেছে॥সাইয়্যেদ আব্বাস মুসাভি

আন্তর্জাতিক ডেস্কঃ পারস্য উপসাগরে যান্ত্রিক ত্রুটিতে পড়া একটি বিদেশি তেল ট্যাংকারের সাহায্যে ইরানের এগিয়ে যাওয়ার খবর দিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইয়্যেদ আব্বাস মুসাভি। পারস্য উপসাগরে ইরানের পানিসীমায় সংযুক্ত আরব আমিরাতের একটি জাহাজ ‘নিখোঁজ হয়েছে’ বলে আন্তর্জাতিক গণমাধ্যমে যেসব অসংলগ্ন খবর প্রচারিত হয়েছে সে সম্পর্কে প্রতিক্রিয়া জানাতে গিয়ে এ খবর দেন মুসাভি। গতকাল মঙ্গলবার রাতে তিনি বলেন, পারস্য উপসাগরে একটি বিদেশি তেল ট্যাংকারে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়ার পর সেটি থেকে সাহায্যের আবেদন জানানো হলে আন্তর্জাতিক আইন অনুযায়ী ইরানি সৈন্যরা তেল ট্যাংকারটিকে উদ্ধার করতে এগিয়ে যান। এটিকে প্রয়োজনীয় মেরামতের জন্য তারা দু'টি টাগ বোটের সাহায্যে তেল ট্যাংকারটিকে টেনে ইরানের উপকূলে নিয়ে আসেন। তেল ট্যাংকারটি কোন দেশের সে সম্পর্কে মুসাভি কোনো ইঙ্গিত দেননি তবে বিদেশি গণমাধ্যমগুলো এর আগে জানিয়েছিল, এটি সংযুক্ত আরব আমিরাতের মালিকানাধীন ট্যাংকার। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এক সংবাদ সম্মেলনে আরো বলেন, এ সংক্রান্ত খবরের আপডেট পরবর্তীতে সময়মতো জানিয়ে দেয়া হবে।

এর আগে আমেরিকা ও তার তাবেদারদের অনুগত কিছু পশ্চিমা ও আরব গণমাধ্যম গতকাল মঙ্গলবার খবর দেয়, পারস্য উপসাগরে সংযুক্ত আরব আমিরাতের একটি তেল ট্যাংকার নিখোঁজ হয়েছে। ইরান বিরোধী প্রচারণার অংশ হিসেবে তারা আরো দাবি করে, পানামার পতাকাবাহী আরব আমিরাতের তেল ট্যাংকারটি হরমুজ প্রণালী অতিক্রমের সময় নিখোঁজ হয়ে গেছে। পারস্য উপসাগরে বিপদগ্রস্ত বিদেশি তেল ট্যাংকারের সাহায্যে ইরানের এগিয়ে যাওয়ার ঘটনা নতুন নয়। এর আগে গত ১৩ জুন পারস্য উপসাগর সংলগ্ন ওমান সাগরে দু’টি তেল ট্যাংকারে আগুন লাগলে এগুলোর ক্রুদের উদ্ধার করে ইরানের কোস্ট গার্ড। তাদেরকে চিকিৎসা দেয়ার জন্য ইরানের দক্ষিণাঞ্চলীয় জাস্ক বন্দরে নিয়ে আসা হয়। পরে চিকিৎসা শেষে এসব ক্রু নিজ নিজ দেশে ফিরে গেছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন