News71.com
 International
 13 Jul 19, 12:08 PM
 177           
 0
 13 Jul 19, 12:08 PM

ভারতের আসামে বন্যা পরিস্থিতির অবনতি॥ ২৭ জেলার মধ্যে ২১ জেলা দূর্গত, ক্ষতিগ্রস্ত ৮ লাখ মানুষ

ভারতের আসামে বন্যা পরিস্থিতির অবনতি॥ ২৭ জেলার মধ্যে ২১ জেলা দূর্গত, ক্ষতিগ্রস্ত ৮ লাখ মানুষ

আন্তর্জাতিক ডেস্কঃ ২৪ ঘণ্টার ব্যবধানে ভারতের আসাম রাজ্যের বন্যা পরিস্থিতির চরম অবনতি হয়েছে। এখন পর্যন্ত ৮ লক্ষাধিক মানুষ পানিবন্দি হয়েছে। ইতিমধ্যে ২১টির বেশি জেলা বন্যাকবলিত হয়েছে। জানা গেছে, বহু জায়গায় নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে বয়ে চলেছে। যা জনজীবনে দূর্ভোগ বাড়িয়ে দিয়েছে। আসামের বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষ (এএসডিএমএ) জানিয়েছে, বন্যাজনিত কারণে এখন পর্যন্ত ৬ জনের মৃত্যু হয়েছে। ঢেমাজি, লখিমপুর, বিশ্বনাথ, ডারাং, নলবাড়ী, চিরাং, গোলাঘাট, মাজুলি, জোরহাট, ডিব্রুগড়, নগাঁও, মরিগাঁও, কোকড়াঝড় বঙ্গাইগাঁও, বকসা এবং শোণিতপুরে টানা বৃষ্টিপাত ও বন্যার কারণে মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে সবচেয়ে বেশি। বন্যার পানিতে আটকে পড়া নারী-পুরুষ-শিশুদের উদ্ধার করতে ২৪ ঘণ্টা অভিযান চলছে। একইসঙ্গে চলছে ত্রাণ কার্যক্রমও।

কাজিরাঙা জাতীয় উদ্যানে বন্যার জন্য তৈরি করা বিশেষ প্ল্যাটফরমে বানভাসিদের পোষা প্রাণীদের রাখার সুযোগ দিয়েছে কর্তৃপক্ষ। ইতিমধ্যে ক্ষতিগ্রস্ত জেলাগুলোর কর্মকর্তাদের সঙ্গে ভিডিও কনফারেন্স করে পরিস্থিতি সম্পর্কে অবহিত হয়েছেন আসামের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল। পরিস্থিতি মোকাবিলায় বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তাদেরর তৎপর থাকতে নির্দেশ দেন তিনি। এদিকে, বন্যাকবলিত এলাকায় যাতে প্রয়োজনীয় চিকিৎসা সেবার ব্যবস্থা থাকে তার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। এছাড়া পশুদের জন্যও প্রয়োজনীয় ব্যবস্থা নিশ্চিত করতে ও তাদের খাদ্যের জন্য প্রয়োজনীয় উপকরণ জোগাড় করতে বলেন তিনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন