News71.com
 International
 25 Jun 19, 07:51 PM
 143           
 0
 25 Jun 19, 07:51 PM

রাশিয়ায় ৬.৬ মাত্রার ভূমিকম্প॥ সুনামির আশংকা নেই

রাশিয়ায় ৬.৬ মাত্রার ভূমিকম্প॥ সুনামির আশংকা নেই

আন্তর্জাতিক ডেস্কঃ রাশিয়ার পূর্বাঞ্চলীয় সমুদ্র উপকূলে আজ মঙ্গলবার ৬.৬ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে বলে জানিয়েছে ইউনাইটেড স্টেটস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস)।সংস্থাটি জানায়, কমান্দোর্স্কিয়ে ওস্ত্রোভা দ্বীপের কামচাতকা ক্রাই জেলার নিকোলস্কোয়ে থেকে ১৫২ কিলোমিটার উত্তরপশ্চিমে ছিল ভূমিকম্পটির উপকেন্দ্র। এর গভীরতা ছিল ৩৩ কিলোমিটার।যুক্তরাজ্যের সংবাদ সংস্থা রয়টার্স জানায়, এই ভূমিকম্পের পর তাৎক্ষণিক কোনও সুনামি সতর্কতা জারি করা হয়নি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন