News71.com
 International
 25 Jun 19, 07:16 PM
 118           
 0
 25 Jun 19, 07:16 PM

জলবায়ু কুপ্রভাবে ৩০ বছরে বাস্তুচ্যুত হবে বিশ্বের ১৪ কোটি মানুষ॥জাতিসংঘ

জলবায়ু কুপ্রভাবে ৩০ বছরে বাস্তুচ্যুত হবে বিশ্বের ১৪ কোটি মানুষ॥জাতিসংঘ

আন্তর্জাতিক ডেস্কঃ বিশ্ব উষ্ণায়নের কারণে ২০৫০ সাল নাগাদ বিশ্বের উন্নয়নশীল দেশগুলোতে প্রায় ১৪ কোটি মানুষ গৃহহীন হবে বলে মন্তব্য করেছেন জাতিসংঘের দারিদ্র্য ও মানবাধিকার বিষয়ক বিশেষ দূত ফিলিপ অ্যালস্টন। জেনেভায় গতকাল সোমবার তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে বৈশ্বিক উষ্ণতা বাড়ছে। এর প্রভাব মোকাবেলায় ধনীরা টাকা খরচ করে নিজেদের সুরক্ষিত করছে, কিন্তু গরিবরা ঠিকই ক্ষতির সম্মুখীন হচ্ছে। জলবায়ু পরিবর্তনের প্রভাবকে এ সময় ‘বর্ণবৈষম্য’ হিসেবে উল্লেখ করেন তিনি। তিনি আরও বলেন, কার্বন নিঃসরণের মাধ্যমে পৃথিবীকে উষ্ণতর করে তুলছে ধনীরা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন