News71.com
 International
 25 Jun 19, 12:53 PM
 128           
 0
 25 Jun 19, 12:53 PM

পাকিস্তানে ৩০০ কোটি ডলার বিনিয়োগ করছে কাতার।।

পাকিস্তানে ৩০০ কোটি ডলার বিনিয়োগ করছে কাতার।।

আন্তর্জাতিক ডেস্কঃ পাকিস্তান সফরের পর দেশটিতে নতুন করে ৩০০ কোটি ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল সানি। গতকাল সোমবার কাতারের রাষ্ট্রীয় বার্তা সংস্থার বরাতে ডন নিউজ জানায়, কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল সানির নির্দেশনায় দেশটির উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান আল-সানি নতুন করে এই বিনিয়োগের ঘোষণা দেন। সঞ্চয় ও সরাসরি দু’ভাবে নতুন এই বিনিয়োগ কার্যকর করা হবে। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের অর্থনৈতিক উপদেষ্টা ড. আব্দুল হাফিজ শেখ নতুন করে বিনিয়োগের জন্য কাতারের আমিরকে ধন্যবাদ জানিয়েছেন।

কাতারের পররাষ্ট্রমন্ত্রী জানান, নতুন এই বিনিয়োগের মধ্য দিয়ে পাকিস্তান ও কাতারের অর্থনৈতিক অংশীদারিত্ব এখন ৯০০ কোটি ডলারে পৌঁছেছে। উভয় দেশের সব ধরনের রাজনৈতিক, অর্থনৈতিক, ক্রীড়া ও সংস্কৃতি পর্যায়ে সম্পর্ক উন্নয়নে কাতার আগ্রহী বলেও জানান দেশটির পররাষ্ট্রমন্ত্রী। গত শনিবার পাকিস্তান সফরে এসেছিলেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল সানী। কাতারের আমিরের পাকিস্তান সফরের পরই নতুন বিনিয়োগের এই ঘোষণা এলো। দু দিনের সফরে কাতারের আমির পাকিস্তানের সঙ্গে বেশ কয়েকটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন