News71.com
 International
 20 Jun 19, 07:30 PM
 122           
 0
 20 Jun 19, 07:30 PM

দক্ষিন কোরিয়ায় পৌঁছলেন চীনের প্রেসিডেন্ট ॥

দক্ষিন কোরিয়ায় পৌঁছলেন চীনের প্রেসিডেন্ট ॥

আন্তর্জাতিক ডেস্কঃ দুদিনের রাষ্ট্রীয় সফরে আজ বৃহস্পতিবার সকালে দক্ষিণ কোরিয়ায় পৌঁছেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। এই সফরে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উনের সঙ্গে দেশটির পারমাণবিক অস্ত্র ইস্যুতে ওয়াশিংটনের সম্পর্কের মধ্যস্থতা নিয়ে আলোচনা হবে বলে আশা করা হচ্ছে।চীনের সরকারি বার্তাসংস্থা সিনহুয়া জানায়, ১৪ বছরের মধ্যে চীনের প্রথম প্রেসিডেন্ট হিসেবে দক্ষিণ কোরিয়া সফর করছেন শি জিনপিং। স্ত্রী পেং লিইউয়ান ও কয়েকজন কমিউনিস্ট পার্টির কর্মকর্তাসহ সফরে গেছেন তিনি।

শি ও কিম বৈঠকে বসছেন এমন সময় যখন দুদেশেরই বিভিন্ন ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে বিরোধ চলছে। বাণিজ্য ইস্যুতে চীনের সঙ্গে ও পারমাণবিক অস্ত্র ইস্যুতে দক্ষিণ কোরিয়ার সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের মার্কিন সরকারের শীতল সম্পর্ক বিদ্যমান রয়েছে।চীনা প্রেসিডেন্টের এই সফরের মাধ্যমে দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নত হবে বলে আশা করছে দুই দেশ। ইউএনবি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন