News71.com
 International
 18 Jun 19, 08:19 PM
 113           
 0
 18 Jun 19, 08:19 PM

ইরান বিষয়ক নীতির ওপর ট্রাম্পের নিয়ন্ত্রণ নেই॥ ইউরোপীয় ইউনিয়ন

ইরান বিষয়ক নীতির ওপর ট্রাম্পের নিয়ন্ত্রণ নেই॥ ইউরোপীয় ইউনিয়ন

আন্তর্জাতিক ডেস্কঃ ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান ফেডেরিকা মোগেরিনির উপদেষ্টা নাথালি টোসি বলেছেন, পরিস্থিতি দেখলে মনে হয় ইসলামি প্রজাতন্ত্র ইরান বিষয়ে নিজের প্রশাসনের নীতির ওপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কোনো নিয়ন্ত্রণ নেই। টোসি আরো বলেছেন, ইরান বিষয়ক নীতির জন্য মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টনকে বরখাস্ত করা উচিত। ইরান সম্পর্কে যুদ্ধবাজ এ কর্মকর্তাই হোয়াইট হাউজকে দিকনির্দেশনা দিয়ে থাকেন।

রাশিয়ার টেলিভিশন চ্যানেল আরটি-কে গতকাল সোমবার দেয়া সাক্ষাতকারে নাথালি টোসি এসব কথা বলেন। তিনি বলেন, সত্যিকার অর্থেই ট্রাম্পকে সম্পূর্ণ ভিন্ন দিকে পারিচালিত করা হয়েছে। জন বোল্টন প্রভাবিত না করলে হয়ত ট্রাম্প নিজে এ পথে যেতেন না। ইইউ’র এ কর্মকর্তা বলেন, দুঃখজনকভাবে এই মুহূর্তে আমার কাছে মনে হচ্ছে ইরান বিষয়ক মার্কিন নীতি নির্ধারণের ক্ষেত্রে সুস্পষ্ট কর্তৃপক্ষ আছে এবং সেই আমেরিকার প্রেসিডেন্ট নন।মার্কিন সরকার ইরানে সরকার পরিবর্তন করতে চায় না বলে সম্প্রতি ট্রাম্প যে দাবি করেছেন তা নাকচ করে দিয়ে নাথালি টোসি বলেন, বোল্টন বহুদিন ধরেই এ নীতি অনুসরণ করছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন