News71.com
 International
 19 May 19, 09:32 PM
 204           
 0
 19 May 19, 09:32 PM

৭ মাস মার্কিন কারাগারে আটক ইরানের স্টেম সেল বিজ্ঞানী।।

৭ মাস মার্কিন কারাগারে আটক ইরানের স্টেম সেল বিজ্ঞানী।।

আন্তর্জাতিক ডেস্কঃ ইসলামি প্রজাতন্ত্র ইরানের শীর্ষ পর্যায়ের স্টেম সেল বিজ্ঞানী ড. মাসুদ সোলায়মানি বিনা বিচারে গত সাত মাস ধরে মার্কিন কারাগারে আটক রয়েছেন।ইরানের তারবিয়াত মোদারেস বিশ্ববিদ্যালয়ের বায়োমেডিক্যাল গবেষক অধ্যাপক সোলায়মানি গত অক্টোবর মাসে আমেরিকা পৌঁছানোর পর মার্কিন কেন্দ্রীয় তদন্ত সংস্থা বা এফবিআই তাকে আটক করে। মাসুদ সোলায়মানির আটলান্টার অ্যাটর্নি লিওনার্দ ফ্রাংকো জানান, কোনো রকমের বিচার ছাড়াই তাকে আটলান্টার একটি কারাগারে আটক রাখা হয়েছে।

মিনোসোটার মাইয়ো ক্লিনিক মাসুদ সোলায়মানিকে গুরুত্বপূর্ণ একটি গবেষণা কর্মসূচিতে অংশ নেয়ার জন্য আমন্ত্রণা জানায় এবং সেই আমন্ত্রণে সাড়া দিয়ে তিনি আমেরিকা যান। কিন্তু এফবিআই তাকে গোপনে দোষী সাব্যস্ত করে আটক করে এবং তার ভিসা বাতিল করে। এ পর্যন্ত এফবিআই কিংবা মার্কিন সরকারি কৌঁসুলিদের কেউই সোলায়মানির আটক সম্পর্কে কোনো মন্তব্য করে নি।ইরানের এই খ্যাতিমান বিজ্ঞানীকে আটক করার বিষয়ে মার্কিন সরকারের সিদ্ধান্তে বিস্ময় প্রকাশ করেছেন আটলান্টার দুই আইনজীবী লিওনার্দ ফ্রাংকো ও পেইজ পেইট।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন