News71.com
 International
 23 Apr 19, 03:02 PM
 144           
 0
 23 Apr 19, 03:02 PM

শ্রীলঙ্কায় সন্ত্রাসী হামলার দায় স্বীকার করল আইএস॥

শ্রীলঙ্কায় সন্ত্রাসী হামলার দায় স্বীকার করল আইএস॥

আন্তর্জাতিক ডেস্ক: শ্রীলঙ্কার গীর্জা, হোটেলে ৩১০ জনকে হত্যার দায় স্বীকার করেছে মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)। গত রোববার ইস্টার সানডের সকালে ভয়াবহ ওই হামলায় আহত হয়েছেন আরও পাঁচ শতাধিক মানুষ।আজ মঙ্গলবার আইএস পরিচালিত সংবাদমাধ্যম আমাক নিউজ অ্যাজেন্সিতে শ্রীলঙ্কায় হামলার দায় স্বীকার করে বিবৃতি দেওয়া হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।এর আগে দেশটির চরমপন্থী ইসলামিক গোষ্ঠী ন্যাশনাল তাওহীদ জামাতকে হামলার মূল সন্দেহভাজন হিসেবে দায়ী করে শ্রীলঙ্কা সরকার। এ ছাড়া মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার সদস্যরা জানান, তারা শ্রীলঙ্কা হামলার সঙ্গে জঙ্গিগোষ্ঠী আইএসের হামলার ধরনের কিছু আলামত পেয়েছেন।ইস্টার সানডের সকালে শ্রীলঙ্কার তিনটি গির্জা, তিনটি বিলাসবহুল হোটেল ও দুটি স্থাপনায় সংঘবদ্ধ বোমা হামলায় ৩১০ জনের প্রাণহানি হয় এবং আরও ৫ শতাধিক মানুষ আহত হয়। দেশটিতে এক দশকের গৃহযুদ্ধ অবসানের পর এটাই ছিল সবচেয়ে প্রাণঘাতী এক নৃশংসতা।

ইস্টার সানডে সকালে দেশটিতে ৮ দফায় সিরিজ বোমা হামলায় অন্যতম লক্ষ্যবস্তুতে ছিল রাজধানীর গীর্জা ও হোটেল। হামলায় আজ মঙ্গলবার পর্যন্ত ৩১০ নিহত হওয়ার খবর জানিয়েছে দেশটির পুলিশের এক মুখপাত্র। এ ঘটনায় এখন পর্যন্ত ৪০ জন সন্দেভাজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। যার মধ্যে আত্মঘাতী বোমা হামলার জন্য ব্যবহৃত একটি গাড়ির চালক, গির্জায় হামলার পাশে থাকা বাড়ির মালিকসহ স্থানীয়রা রয়েছেন।ভয়াবহ এই সন্ত্রাসী হামলায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের জন্য সেনাবাহিনী ও পুলিশকে নির্দেশ দিয়েছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা। ২০০৯ সালে ২৬ বছরের গৃহযুদ্ধ শেষ হওয়ার পর দেশটিতে এ আত্মঘাতী হামলা হলো বলে জানিয়েছেন শ্রীলঙ্কান পুলিশের মুখপাত্র রুয়ান গুনেসেকার।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন