News71.com
 International
 20 Apr 19, 04:58 AM
 104           
 0
 20 Apr 19, 04:58 AM

সিরিয়ার ইদলিব থেকে জঙ্গি নির্মূলের প্রত্যয় জানালেন প্রেসিডেন্ট আসাদ॥  

সিরিয়ার ইদলিব থেকে জঙ্গি নির্মূলের প্রত্যয় জানালেন প্রেসিডেন্ট আসাদ॥   

আন্তর্জাতিক ডেস্কঃ সিরিয়ার জঙ্গি অধ্যুষিত উত্তর-পশ্চিমাঞ্চলীয় ইদলিব প্রদেশের চারপাশে একটি নিরাপদ অঞ্চল প্রতিষ্ঠার স্থগিত আলোচনা আবার শুরু করার আহ্বান জানিয়েছেন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ। রাজধানী দামেস্কে রুশ প্রেসিডেন্টের বিশেষ প্রতিনিধি আলেক্সান্ডার ল্যাভরেন্তিয়েভের সঙ্গে এক বৈঠকে এ আহ্বান জানান তিনি। ২০১৮ সালের সেপ্টেম্বরে তুরস্ক ও রাশিয়ার উদ্যোগে ইদলিবের চারপাশে একটি নিরাপদ অঞ্চল প্রতিষ্ঠার লক্ষ্যে একটি চুক্তি হয়। ইদলিব থেকে সব জঙ্গি ও ভারী অস্ত্রসস্ত্র বের করে নেয়ার লক্ষ্যে ওই চুক্তি হয়। কিন্তু পরবর্তীতে সে চুক্তির বাস্তবায়ন বা এ সংক্রান্ত আলোচনা আর এগোয়নি। ওই চুক্তি বাস্তবায়নের পথে যদি কোনো অন্তরায় থাকে তা দূর করারও আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট আসাদ।

তিনি ইদলিবে অবস্থানরত সন্ত্রাসীদের পুরোপুরি নির্মূল করার প্রত্যয় ব্যক্ত করে বলেন, এসব সন্ত্রাসী পার্শ্ববর্তী এলাকাগুলোর বেসামরিক লোকজনের ওপর হামলা চালিয়ে যাচ্ছে। যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার সংঘর্ষ পুরোপুরি বন্ধ করার লক্ষ্যে কাজাখস্তানের রাজধানী আস্তানায় পরবর্তী বৈঠক শুরু হওয়ার আগ মুহূর্তে রাশিয়ার বিশেষ প্রতিনিধির সঙ্গে সিরিয়ার প্রেসিডেন্টের এ বৈঠক অনুষ্ঠিত হলো। আগামী ২৫ ও ২৬ এপ্রিল আস্তানায় এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সিরিয়ার বেশিরভাগ এলাকা থেকে সন্ত্রাসীদের নির্মূল করা সম্ভব হলেও এখনো ছোটখাট যেসব এলাকায় জঙ্গিরা অবরুদ্ধ হয়ে রয়েছে সেগুলোর মধ্যে ইদলিব অন্যতম।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন