News71.com
 International
 15 Apr 19, 01:39 PM
 147           
 0
 15 Apr 19, 01:39 PM

‘আমেরিকার বিরুদ্ধে নিরাপত্তা পরিষদের বৈঠক ডাকা উচিত’॥ মার্কিন অধ্যাপক আলেকজান্ডার

‘আমেরিকার বিরুদ্ধে নিরাপত্তা পরিষদের বৈঠক ডাকা উচিত’॥ মার্কিন অধ্যাপক আলেকজান্ডার

আন্তর্জাতিক ডেস্কঃ ভেনিজুয়েলাসহ বিশ্বের বিভিন্ন দেশের ওপর অর্থনৈতিক সন্ত্রাসবাদ চালানোর জন্য আমেরিকার বিরুদ্ধে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে উন্মুক্ত বৈঠক ডাকা উচিত। ইরানের প্রেস টিভিকে দেয়া সাক্ষাৎকারে ক্যালিফোর্নিয়ার রাজনৈতিক বিশ্লেষক ও আন্তর্জাতিক সম্পর্কের অধ্যাপক আলেকজান্ডার আযাদগান একথা বলেছেন। সম্প্রতি ভেনিজুয়েলার সঙ্গে ইরান যে অর্থনৈতিক চুক্তি করেছে সে সম্পর্কে মার্কিন সরকারের অভিযোগ নাকচ করেন তিনি। সংকটাপন্ন দক্ষিণ আমেরিকার এ দেশটিতে মানবিক ত্রাণ পেঁছে দিতে ইরানের মহান এয়ারলাইন্স সম্প্রতি ভেনিজুয়েলায় সরাসরি ফ্লাইট পরিচালনার জন্য চুক্তি করেছে। আমেরিকা এর বিরুদ্ধে সমালোচনা করছে এবং ব্যবস্থা নেয়ার হুমকি দিয়েছে। আযাদগান প্রশ্ন করেন, যেসব দেশের অর্থনীতি নিম্নমুখী সেসব দেশের জন্য কেন ইরান, চীন ও রাশিয়া আগ্রহ দেখাতে পারবে না। এ সম্পর্কে অধ্যাপক আযাদগান বলেন, প্রকৃতপক্ষে ভেনিজুয়েলার অর্থনীতিকে ধ্বংস করতে চাইছে আমেরিকা এবং এর মাধ্যমে দেশটিতে আরো গোলযোগ সৃষ্টি করতে চায় ট্রাম্প প্রশাসন। তিনি বলেন, আমেরিকার এই নীতি বিশ্ব সম্প্রদায়ের কাছে উন্মোচিত করে দেয়ার জন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদে বৈঠক ডাকা দরকার।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন