News71.com
 International
 15 Apr 19, 12:49 PM
 126           
 0
 15 Apr 19, 12:49 PM

পাকিস্তানের সকল শহর ভারতের পরমানুবাহী ক্রুজ ক্ষেপণাস্ত্রের আওতায়॥  

পাকিস্তানের সকল শহর ভারতের পরমানুবাহী ক্রুজ ক্ষেপণাস্ত্রের আওতায়॥   

আন্তর্জাতিক ডেস্কঃ ভারত আজ সোমবার নির্ভয় নামের এক হাজার কিলোমিটার পাল্লার পরমাণু ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা করেছে। উড়িষ্যার উপকূলে এ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা করা হয়েছে এবং পরীক্ষা সফল হয়েছে বলে ভারতীয় সূত্রগুলা দাবি করেছে। আর এ পরীক্ষা মধ্য দিয়ে পাকিস্তানের সব শহরই ভারতীয় ক্রুজ ক্ষেপণাস্ত্র নির্ভয় এর আওতায় এসেছে বলেও জানানো হয়েছে। শব্দের চেয়ে কম গতির বা সাব-সনিক নির্ভয় তৈরি করেছে ভারতীয় প্রতিরক্ষা গবেষণা এবং উন্নয়ন সংস্থা বা ডিআরডিও পরিচালিত ব্যাঙ্গালুর ভিত্তিক গবেষণাগার অ্যারোনটিক্যাল ডেভলমেন্ট এস্টাবলিসমেন্ট বা এডিই। সকল আবহাওয়ায় ব্যবহার উপযোগী নিরেট জ্বালানি শক্তিতে পরিচালিত দূরপাল্লার নির্ভয়কে বহুমুখী মঞ্চ থেকে ছোঁড়া যায়। এ ক্ষেপণাস্ত্র একাধারে প্রচলিত এবং পরমাণু বোমা বহন করতে পারে।

ছয় মিটার দীর্ঘ নির্ভয়ের ব্যাস ০.৫২মিটার এবং এর পাখার পরিধি ২.৭ মিটার। কি উদ্দেশ্যে ছোঁড়া হয়েছে তার ওপর ভিত্তি করে ২৪টি ভিন্ন ধরণের বোমা বহন করতে পারে নির্ভয়। লক্ষ্য কেন্দ্রের চারপাশে চক্কর দেয়ার এবং অনেকগুলো লক্ষ্য থেকে সুনির্দিষ্ট ভাবে একটি লক্ষ্যবস্তু নির্ণয় করে হামলা করার ক্ষমতা আছে এর। ভূমি থেকে ১০০ মিটার থেকে শুরু করে চার কিলোমিটার পর্যন্ত উচ্চতা দিয়ে উড়তে সক্ষম এটি। এ ছাড়া, শত্রু রাডারকে ফাঁকি দেয়ার জন্য এটি কম উচ্চতা দিয়েও উড়তে পারে নির্ভয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন