আন্তর্জাতিক ডেস্কঃ জালিয়াতি ও প্রতারণার অভিযোগে মিয়ানমার থেকে আসা এক রোহিঙ্গা মুসলিমকে আটক করেছে ভারতের হায়দরাবাদ শহরের পাহাড়ীশরিফ থানার পুলিশ। আটককৃত ব্যক্তির নাম মোহাম্মদ ইসমাইল ওরফে ঈশা (২০)। তার কাছ থেকে নিজের নামে জাতিসংঘের উদ্বাস্তু কমিশন (ইউএনএইচসিআর) দ্বারা নিবন্ধিত পরিচয়পত্র,ভারতীয় প্যান ও ভোটার কার্ড উদ্ধার করা হয়েছে। ভারতীয় পাসপোর্ট পেতে এই সমস্ত নথি জমা দিয়েছিল বলেও জানতে পেরেছে পুলিশ। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় তাকে আটক করা হয় বলে জানিয়েছেন এলবি নগরের ডেপুটি পুলিশ কমিশনার ভেঙ্কটেশ্বর রাও।
পুলিশ সূত্রে খবর,বেশ কিছুদিন ধরেই হায়দরাবাদ শহরের পাহাড়িশরিফ এলাকায় বসবাস করছিল ঈশা এবং সেখানে শ্রমিকের কাজ করতো। এবং নিজেকে ভারতীয় বলে পরিচয় দিয়ে ভারতীয় পাসপোর্ট পাওয়ার জন্য আবেদনও করেছিল। এবং পাসপোর্ট হাতে পেয়েই ঈশার দুবাইয়ে চলে যাওয়ার পরিকল্পনা ছিল বলেও প্রাথমিক জেরায় জানতে পেরেছে পুলিশ। পুলিশের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়েছে,তদন্ত চলাকালীন সময়ে ঈশা শিকার করেছে যে মিয়ানমারের ইক্কাপু প্রদেশের নয়াফাড়া গ্রামের বাসিন্দা ছিল। ২০১৪ সালে সে মিয়ানমার ত্যাগ করে। এবং পরবর্তীতে দিল্লির একটি শরণার্থী শিবিরে আশ্রয় নিয়ে সেখানেই ছিল ঈশা,দিল্লিতেই এক বছর কাজও করেছিল। ২০১৬ সালের জানুয়ারিতে জাতিসংঘের উদ্বাস্তু কমিশন (ইউএনএইচসিআর) থেকে নিবন্ধিত পরিচয়পত্র পায় ঈশা।
পরবর্তীতে এক ব্যক্তির সাহায্যে দিল্লি থেকে কর্নাটকের বেলাগাভি জেলায় চলে যায় ঈশা,সেখানে একটি মাংসের দোকানে কাজ নেয়। এরপর আনোয়ার নামে এক ব্যক্তির সঙ্গে পরিচয় হয় ঈশার। এই আনোয়ারই ঈশাকে ভারতীয় আধার কার্ড, প্যান কার্ড,ভোটার কার্ড পাইয়ে দিতে সাহায় করে। বিবৃতিতে বলা হয়েছে ২০১৬ সালের জুনে আনোয়ার পাহাড়ীশরিফ নিয়ে যায় ঈশাকে,সেখানেই আবদুল রশিদ নামে অন্য এক ব্যক্তির সঙ্গে পরিচয় করিয়ে দেয় ঈশার। এরপর আবদুলই ঈশাকে সেখানে থাকার ব্যবস্থা করে দেয়।
পুলিশ জানিয়েছে,প্রায় ১৫ দিন আগে অনলাইনের মাধ্যমে নিজের আধার কার্ড ও ভোটার কার্ডের ঠিকানা পরিবর্তনের জন্য আবেদন করে (কর্নাটকের ঠিকানা পরিবর্তন করে পাহাড়ীশরিফের ঠিকানা দেয়)। এমনকি নিজের নামে ভারতীয় পাসপোর্ট বের করতে রশিদকে ১৮ হাজার রুপি দেয় ঈশা। একজন ভারতীয় নাগরিক হিসাবে পাসপোর্টের জন্য আবেদন জানায় ঈশা। বিদেশ যেতে নিজের নাম পরিবর্তন করে পরিচয়পত্রও সংগ্রহ করে ফেলে সে। ঈশার বিরুদ্ধে ৪২০ (প্রতারণা),৪৬৮ (জালিয়াতি),৪৭১ (ভুয়া নথিকে আসল হিসাবে ব্যবহার করা) সহ ভারতীয় দন্ডবিধির বিভিন্ন ধারা এবং ফরেনারস অ্যাক্টে মামলা দায়ের করা হয়েছে।
উল্লেখ্য,মিয়ানমারের রাখাইন প্রদেশে সহিংসতার কারণে গত কয়েকবছর ধরেই রোহিঙ্গারা মিয়ানমার ছেড়ে বাংলাদেশ,ভারতসহ বিভিন্ন দেশে পাড়ি দিচ্ছে। তবে গত আগস্টের মাঝামাঝিতে নতুন করে সহিংসতা তৈরি হওয়ায় পরিস্থিতি আরও খারাপ হয়েছে। ভারতে বসবাসরত ৪০ হাজার রোহিঙ্গা মুসলিমের মধ্যে ১৪ হাজার রোহিঙ্গা জাতিসংঘের উদ্বাস্তু হাই কমিশন (ইউএনএইচসিআর) দ্বারা নিবন্ধিত। এর মধ্যে হায়দরাবাদে বসবাসকারী ৪ হাজার রোহিঙ্গার শরণার্থী কার্ড পেয়েছে।