News71.com
 International
 04 Jul 25, 11:20 AM
 8           
 0
 04 Jul 25, 11:20 AM

‘মার্কিন বাঙ্কার বাস্টারের মতো ক্ষমতাসম্পন্ন অগ্নি-৫ মিসাইল বানাচ্ছে ভারত॥  

‘মার্কিন বাঙ্কার বাস্টারের মতো ক্ষমতাসম্পন্ন অগ্নি-৫ মিসাইল বানাচ্ছে ভারত॥   

আন্তর্জাতিক ডেস্কঃ দেশীয় প্রযুক্তিতে বাঙ্কার বাস্টার তৈরি করছে ভারত। অগ্নি-৫ ইন্টারকন্টিনেন্টাল ব্যালেস্টিক মিসাইলের দুইটি ভার্সান তৈরি হচ্ছে দেশটিতে। খবর ডয়চে ভেলের। প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভলাপমেন্ট অর্গানাইজেশন (ডিআরডিও) এই অগ্নি-পাঁচের নতুন ভার্সন তৈরি করছে। এই অগ্নি-পাঁচ মাটি ৮০ থেকে ১০০ মিটার গভীরে গিয়ে কংক্রিটের আস্তরণ ভেদ করতে পারবে বলে দাবি করা হচ্ছে। সাড়ে ৭ হাজার কিলোগ্রাম পর্যন্ত বিস্ফোরক বহন করে নিয়ে যেতে পারবে এই ক্ষেপণাস্ত্র। এই ক্ষেপণাস্ত্রের দুইটি ভার্সন থাকবে। একটি আড়াই হাজার কিলোমিটার দূরত্বের মধ্যে সাড়ে সাত হাজার কিলোগ্রাম পর্যন্ত বিস্ফোরক নিয়ে বাঙ্কার বাস্টারের কাজ করবে। যাবে সুপারসনিক গতিতে। অন্যটি পাঁচ হাজার কিলোমিটারেরও বেশি দূরত্বে পারমাণবিক অস্ত্র বহন করতে পারবে।


সম্প্রতি ইরানের পরমাণু কেন্দ্রে বাঙ্কার বাস্টার বোমা জিবিইউ ৫৭ ফেলেছিল যুক্তরাষ্ট্র। এর ফলে ইরানের পরমাণু কেন্দ্রে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে মার্কিন প্রেসিডেন্ট দাবী করেছেন। ভারতের এই অগ্নি-পাঁচ-ও যুক্তরাষ্ট্রের বাঙ্কার বাস্টার জিবিইউ ৫৭-র মতোই শক্তিশালী হবে বলে জানানো হচ্ছে ।তবে ভারতের নির্মাণাধীন বাঙ্কার বাস্টার ক্ষেপণাস্ত্র যুক্তরাষ্ট্রের থেকে কয়েক ধাপ এগিয়ে বলে দাবি করা হচ্ছে । অগ্নি সিরিজের এই বিশেষ ধরনের ক্ষেপণাস্ত্রের মাধ্যমে দূরবর্তী স্থানে বসেই মাটির গভীরের সুনির্দিষ্ট লক্ষ‍্যে বোমা বিস্ফোরণ ঘটানো যাবে।এই কাজে যুক্তরাষ্ট্রের মত কোন মুল‍্যবান ষ্বোমারু বিমানের প্রয়োজন হবে না। এই প্রযুক্তি বিশ্বে প্রথম।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন