
আন্তর্জাতিক ডেস্কঃ মিয়ানমারে দীর্ঘ প্রতীক্ষিত ও বিতর্কিত সাধারণ নির্বাচনে সেনাবাহিনী সমর্থিত দল ইউনিয়ন সলিডারিটি অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি (ইউএসডিপি) নিরঙ্কুশ জয়ী হয়েছে। সোমবার (২৬ জানুয়ারি) দলটির একটি উচ্চপদস্থ সূত্র বার্তা সংস্থা এএফপিকে এই তথ্য নিশ্চিত করেছে। যদিও নির্বাচনের আনুষ্ঠানিক ফলাফল পেতে চলতি সপ্তাহের শেষ পর্যন্ত অপেক্ষা করতে হবে, তবে ইউএসডিপি দাবি করেছে যে তারা ইতিমধ্যে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে।
জান্তা প্রধান মিন অং হ্লাইংয়ের সরাসরি তত্ত্বাবধানে অনুষ্ঠিত এই নির্বাচনকে বিরোধীরা ও আন্তর্জাতিক বিশ্লেষকরা ‘পাতানো’ এবং ‘প্রহসন’ হিসেবে অভিহিত করেছেন। অং সান সু চির দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসিসহ (এনএলডি) গুরুত্বপূর্ণ বিরোধী দলগুলো এই নির্বাচনে অংশ না নেওয়ায় এর বৈধতা নিয়ে বড় ধরনের প্রশ্ন উঠেছে। তিন ধাপে অনুষ্ঠিত এই নির্বাচনের প্রথম দফা শুরু হয়েছিল গত ২৮ ডিসেম্বর। এরপর ১১ জানুয়ারি দ্বিতীয় ধাপ এবং গত রোববার (২৫ জানুয়ারি) তৃতীয় ও শেষ ধাপের ভোটগ্রহণ সম্পন্ন হয়। নির্বাচনের এই প্রক্রিয়ায় জনগণের প্রকৃত ইচ্ছার প্রতিফলন ঘটেনি বলে অভিযোগ উঠেছে, কারণ দেশটির গৃহযুদ্ধকবলিত বহু অঞ্চলে বিদ্রোহী গোষ্ঠীদের নিয়ন্ত্রণের কারণে কোনো ভোটকেন্দ্রই খোলা সম্ভব হয়নি।