আন্তর্জাতিক ডেস্কঃ কানাডার রাজধানী ওটাওয়াসহ ছয়টি বড় শহরের বিমানবন্দরে স্থানীয় সময় বৃহস্পতিবার বোমা হামলার হুমকি পাওয়া গেছে। এ ঘটনায় সাময়িকভাবে ফ্লাইট ওঠানামা বন্ধ রাখা হয় এবং কয়েকটি ফ্লাইট বিলম্বিত হয়। ওটাওয়া পুলিশ জানিয়েছে, রাজধানীর বিমানবন্দরে একটি "নিরাপত্তা সংক্রান্ত ঘটনা" তদন্ত করা হচ্ছে। বিমানবন্দরের ওয়েবসাইটে দেখা গেছে, বেশ কিছু ফ্লাইট নির্ধারিত সময়ের চেয়ে এক ঘণ্টা বা তার বেশি সময় বিলম্বিত হয়েছে।এনএভি কানাডা নামের কানাডার বিমান চলাচল কর্তৃপক্ষ জানায়, বৃহস্পতিবার ভোরে ওটাওয়া, মনট্রিয়ল, এডমন্টন, উইনিপেগ, ক্যালগারি এবং ভ্যাঙ্কুভার—এই ছয়টি শহরের বিমানবন্দর গুলোতে বোমা হামলার হুমকি আসে। তবে হুমকির সময় সংশ্লিষ্ট স্থাপনাগুলোর কর্মীরা নিরাপদ ছিলেন এবং তাৎক্ষণিকভাবে সাময়িক ‘গ্রাউন্ড স্টপ’ জারি করা হয়।