News71.com
 International
 04 Jul 25, 11:14 AM
 8           
 0
 04 Jul 25, 11:14 AM

তুমুল বিতর্কের মধ্যেই যুক্তরাষ্ট্রের সংসদে ট্রাম্পের ‘বিগ বিউটিফুল বিল’ পাস॥  

তুমুল বিতর্কের মধ্যেই যুক্তরাষ্ট্রের সংসদে ট্রাম্পের ‘বিগ বিউটিফুল বিল’ পাস॥   

আন্তর্জাতিক ডেস্কঃ টানা ২৯ ঘণ্টা বিতর্কের পর মার্কিন প্রতিনিধি পরিষদে মাত্র চার ভোটের ব্যবধানে পাস হলো আলোচিত ‘বিগ বিউটিফুল বিল’। স্থানীয় সময় বৃহস্পতিবার ২১৮-২১৪ ভোটে মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষে পাস হয় কর ও ব্যয় সংকোচন সংক্রান্ত বিলটি।ভোটাভুটিতে প্রতিনিধি পরিষদের ডেমোক্রেটদের ২১২ সদস্যের সবাই বিলটির বিরুদ্ধে অবস্থান নেন। তাদের সাথে যোগ দেন রিপাবলিকান পার্টিরই আরও দু’জন। বিলটি নিয়ে ট্রাম্পের নিজ দলেও প্রবল বিরোধিতা ছিল। শেষ পর্যন্ত বিলটি পাস হওয়ায় রিপাবলিকান পার্টির জ্যেষ্ঠ সদস্যদের ধন্যবাদ জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এখন তিনি বিলটিতে স্বাক্ষর করলেই আইনে পরিণত হবে।

আজ শুক্রবার (৪ জুলাই) স্থানীয় সময় বিকাল ৫টায় হোয়াইট হাউসে এক অনুষ্ঠানে ট্রাম্প বিলটিতে সই করবেন বলে জানা গেছে। এদিকে বিশ্লেষকরা বলছেন, বিলটি আইনে পরিণত হলে ভোগান্তিতে পড়বেন যুক্তরাষ্ট্রের দরিদ্র, নিম্ন আয়ের এবং শ্রমজীবী মানুষেরা। এর আগে, গত মঙ্গলবার (১ জুলাই) কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে ‘বিগ বিউটিফুল বিল’ কোনোরকম উতরে যায়। সিনেটে বিলটি ৫১-৫০ ভোটে পাস হয়। সূত্র: আল-জাজিরা

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন