News71.com
 International
 09 Aug 16, 01:15 PM
 403           
 0
 09 Aug 16, 01:15 PM

১৬ বছরের অনশন ভাঙ্গতে যাচ্ছেন ভারতের মনিপুরের রাজনৈতিক কর্মী ইরম শর্মিলা চানু ।।

১৬ বছরের অনশন ভাঙ্গতে যাচ্ছেন ভারতের মনিপুরের রাজনৈতিক কর্মী ইরম শর্মিলা চানু ।।

 

আন্তর্জাতিক ডেস্কঃ বিশ্বের সবচেয়ে দীর্ঘ অনশন অবশেষে ভাঙ্গার সিদ্ধান্ত নিয়েছেন ভারতের মনিপুরের রাজনৈতিক কর্মী ইরম শর্মিলা চানু । সেনাবাহিনীর বিশেষ ক্ষমতা আইনের প্রতিবাদে, যে আইনের ফলে সৈন্যরা যে কাউকে পরোয়ানা ছাড়াই গ্রেপ্তার, এমনকি গুলি করে মেরেও ফেলতে পারে, গত ১৬ বছর ধরে অনশন করে আসছিলেন ইরম শর্মিলা চানু। মনিপুর, কাশ্মীরসহ কয়েকটি রাজ্যে এই আইন চালু রয়েছে।

গত মাসেই তিনি আদালতে জানিয়েছিলেন, যে আজ থেকে তিনি তার অনশন ভাঙ্গতে যাচ্ছেন। এরপর মনিপুর রাজ্য নির্বাচনে ১জন স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচনের জন্য প্রচারণা শুরু করবেন। ২০০০ সালে মনিপুর রাজ্যে ১০জন বেসামরিক মানুষ সৈন্যদের গুলিতে নিহত হওয়ার পর অনশন শুরু করেন মিজ চানু। সেই থেকে তার অনশন চলছে। তার এই দীর্ঘ অনশনের সময় তিনি আদালতের তত্ত্বাবধানে মনিপুরের ইমপালের একটি হাসপাতালে কাটিয়েছেন, যেখানে নাকের ভেতর একটি নল দিয়ে তার শরীরে খাবার প্রবেশ করানো হতো।

এর আগে তাকে গ্রেপ্তারের পর আত্মহত্যার চেষ্টার অভিযোগ আনা হয়েছিল। কিন্তু ২০১৪ সালে সেই অভিযোগ খারিজ করে দেন আদালত। তবে অনশন অব্যাহত রাখার ঘোষণা দেয়ায়, মুক্তির ২দিন পরেই তাকে পুনরায় গ্রেপ্তার করা হয়। তার এই প্রতিবাদ বিশ্বব্যাপী মনোযোগ আকর্ষণ করে। তাকে নৈতিকতার কারাবন্দী বলেও বর্ণনা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। 

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন