আন্তর্জাতিক ডেস্ক: বৃষ্টির পানিতে অচল হয়ে পড়েছে ভারতের মুম্বাই। একটানা বৃষ্টির জেরে রেললাইন, রাস্তাঘাট পানিতে তলিয়ে যাওয়ায় ভয়াবহ ট্রাফিক জ্যামে নাজেহাল শহরবাসী। পাশপাশি, অতিরিক্ত বৃষ্টির ফলে মুম্বাইয়ে রেল চলাচলও বিঘ্নিত হচ্ছে। এছাড়া অতিরিক্ত মেঘ এবং বৃষ্টির জন্য ছত্রপতি শিবাজি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দেরিতে বিমান ওঠানামা করছে।
আবহাওয়া দফতর সূত্রে জানা যায়, আগামী ৪৮ ঘণ্টায় ভারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে মুম্বাইয়ে। ফলে যাত্রী পরিসেবা ব্যাপকভাবে বিঘ্নিত হতে পারে এমন আশঙ্কায় প্রশাসনের তরফ থেকে মুম্বাইয়ে হাই অ্যালার্ট (সর্বোচ্চ সততর্কতা) জারি করা হয়েছে। পুলিশ, দমকল, বিপর্যয় মোকাবিলাকারী দলগুলোকেও এই পরিস্থিতিতে প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।