আন্তর্জাতিক ডেস্ক: ইরানের দক্ষিণাঞ্চলীয় বুশেহর প্রদেশে গ্যাস পাইপলাইন বিস্ফোরণে ১জন নিহত হয়েছেন। আজ(৬ আগস্ট) শনিবার ভোররাতে গোনাভেহ টাউনের কাছে এই ঘটনাটি ঘটে এবং এতে করে সেখানে আরো ৩ জন আহত হয়েছেন।
গোনাভেহ টাউনের গভর্নর আলি পাকনেজাদ বলেছেন, 'ঘটনাস্থলে উদ্ধারকারী দল পাঠানো হয়েছে এবং বিস্ফোরণের কারণ বের করতে তদন্ত শুরু করা হয়েছে।' এতে করে ১ জন নিহত ও অপর তিনজন আহত হয়েছেন।
তিনি আরও বলেছেন, 'আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে, আর কোনো বিস্ফোরণের আশঙ্কা নেই।' স্থানীয় আরেক কর্মকর্তা ঘটনাটি 'নাশকতা' নয় বলে রাষ্ট্রীয় টেলিভিশনকে জানিয়েছেন। 'নিরাপত্তার পদক্ষেপ হিসেবে নিকটবর্তী গ্রামগুলো খালি করে ফেলা হয়েছে।'
গোনাভেহতে সঙ্কট ব্যবস্থাপনা দফতর বসানো হয়েছে বলে জানিয়েছে, তৃতীয় আরেক কর্মকর্তা। আধা-স্বায়ত্তশাসিত বার্তা সংস্থা ফার্সকে তিনি বলেন, 'মূল সিস্টেম থেকে পাইপলাইনটি বিচ্ছিন্ন করে ফেলা হয়েছে। বিচ্ছিন্ন পাইপলাইনটির ভিতরে থাকা গ্যাস খালি হলেই আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে চলে আসবে।'