News71.com
 Bangladesh
 23 Aug 21, 05:50 PM
 119           
 0
 23 Aug 21, 05:50 PM

ব‌রিশা‌লের ঘটনায় দুই পক্ষের সম‌ঝোতা॥ বইছে শান্তির সুবাতাস

ব‌রিশা‌লের ঘটনায় দুই পক্ষের সম‌ঝোতা॥ বইছে শান্তির সুবাতাস

নিউজ ডেস্কঃ বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুনিবুর রহমানের সরকারি বাসভবনে হামলা ও সংঘর্ষের ঘটনায় দুই পক্ষের মধ্যে অবশেষে সমঝোতা হয়েছে। ব‌রিশাল বিভাগীয় কমিশনা‌রের আহ্বা‌নে সি‌টি মেয়‌রের উপ‌স্থি‌তিতে এক‌টি বৈঠকে প্রশাসন ও আওয়ামী লীগের নেতাদের মধ্যে সমঝোতা হয়। গত রোববার (২২ আগস্ট) দিবাগত রাত সোয়া ৯টায় বৈঠকটি শুরু হয়ে রাত পৌ‌নে ১১টা পর্যন্ত চলে। বৈঠকে ব‌রিশা‌লের সাম্প্র‌তিক বিষয়া‌দি নি‌য়ে ইতিবাচক আলোচনা হয়েছে ব‌লে জানান মহানগর আওয়ামী লী‌গের সভাপ‌তি অ্যাড‌ভো‌কেট এ কে এম জাহা‌ঙ্গীর। আর এ বৈঠকের পর থেকেই জনমনে বইতে শুরু করেছে শান্তির সুবাতাস। গত কয়েকদিনে বরিশালের সিটি মেয়র ও স্থানীয় সদর উপজেলা প্রশাসনের মধ্যে বিরোধের জেরে জনসাধারন ছিল চরম অসস্থিতে।

তবে বৃহত্তর স্বা‌র্থে ‌বৈঠ‌কের খুঁটিনা‌টি জানা‌তে অপারগতা প্রকাশ করেন তি‌নি। মামলা‌ প্রত্যাহার করার ব্যাপা‌রে আলোচনা হ‌য়ে‌ছে ব‌লেও জানান। বৈঠ‌কে ব‌রিশাল সি‌টি কর‌পো‌রেশ‌নের মেয়র সের‌নিয়াবাত সা‌দিক আব্দুল্লাহ, মহানগর আওয়ামী লী‌গের সভাপ‌তি অ্যাড‌ভোকেট এ কে এম জাহা‌ঙ্গীর, জেলা আওয়ামী লী‌গের সাধারণ সম্পাদক অ্যাড‌ভো‌কেট তালুকদার মো. ইউনুস, প্যা‌নেল মেয়র গাজী নঈমুল হো‌সেন লিটু উপ‌স্থিত ছি‌লেন। প্রশাস‌নের পক্ষ থে‌কে বিভাগীয় ক‌মিশনার মো. সাইফুল হাসান বাদল, রেঞ্জ ডিআইজি এস এম আকতারুজ্জামান, ব‌রিশাল মে‌ট্রোপ‌লিটন পু‌লি‌শের ক‌মিশনার মো. শাহাবু‌দ্দিন খান, জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার, র্যাব ৮-এর অধিনায়ক অতি‌রিক্ত ডিআইজি জামিল হাসান, পু‌লিশ সুপার মারুফ হো‌সেন হ মোট ১১ জন উপ‌স্থিত ছি‌লেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন